Entertainmentদৈনিক খবর

হঠাৎই সেই পাপিয়াকে নেয়া হলো দিল্লিতে, জানা গেল বিশেষ কারণ

সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছে দেশের অত্যন্ত জনপ্রিয় সংগীতশিল্পী পাপিয়া সরোয়ার। সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বরেণ্য শিল্পী কাদের কিবরিয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘অসাধারণ গান গেয়ে মানুষের মন জয় করে কিংবদন্তি হয়ে ওঠা আমার প্রিয় সহশিল্পী পাপিয়া সারোয়ার জটিল রোগে আক্রান্ত। দিল্লিতে তার চিকিৎসা চলছে। আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে তার সুস্থতার জন্য প্রার্থনা করছি এবং এই পবিত্র মাসে তার সুস্থতার জন্য সকলকে প্রার্থনা করার জন্য অনুরোধ করছি।’

পাপিয়া সারোয়ার দেশের সঙ্গীত জগতে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত। ১৯৬৬ সালে ছায়ানটে ওয়াহিদুল হক, সানজিদা খাতুন ও জাহেদুর রহিমের কাছে এবং পরে বুলবুল ললিতকলা একাডেমিতে সঙ্গীতের দীক্ষা নেন। পরে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীত অধ্যয়ন করেন।

রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি আধুনিক সঙ্গীতেও পাপিয়া সারওয়ারের শক্তি ছিল। ‘নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম’ গানটি তাকে শ্রোতাদের খুব কাছাকাছি নিয়ে আসে।

এদিকে দেশের অন্যতম গুণী এই সংগীতশিল্পীর দ্রুত সুস্থতা কামনা করেছেন সবার কাছে দোয়া চেয়েছেন তার অগণিত শুভাকাঙ্খী।

Related Articles

Back to top button