দৈনিক খবর

প্রেমিকের হাত ধরে বের হয়ে স্থান হলো খারাপ পাড়ায়, তরুনীর বুদ্ধিতে উদ্ধার

প্রেম কিংবা বিয়ে করার কথা বলে খারাপ পাড়ায় নারীদের বিক্রি করার খবর মাঝেমাঝেই সংবাদ মাধ্যমে উঠে আসতে দেখা যায়। অনেক সময় আবেগে পড়ে এমন ধরনের কাজ করে থাকে কম বয়সী মেয়েরা। এবার তেমনই একটি ঘটনা ঘটলো ফরিদপুরের একটি এলাকায়। একটি মেয়েকে তার প্রেমিক প্রতারনার মাধ্যমে খারাপ পাড়ায় বিক্রি করে দেয়।

ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস নম্বরে (৯৯৯) কল পেয়ে ফরিদপুরের খারাপ পল্লী থেকে ১৮ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে ফরিদপুর শহরের রথখোলা খারাপ পল্লী থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়।

জানা যায়, প্রেমিকের ডাকে এক মাস আগে বাড়ি থেকে বেরিয়ে যায় ঐ তরুণী। কিন্তু তার প্রেমিকা তার সাথে প্রতারণা করে। এদিকে রাত নেমে আসে। হতাশ হয়ে তিনি একজন রিকশাচালককে একটি সস্তা হোটেলে নিয়ে যেতে বলেন। রিকশাচালক তাকে খারাপ পাড়ায় নিয়ে বিক্রি করে দেয়।

‘ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯’-এ ফোন করে এমন অভিযোগ করে তিনি বলেন, তাকে ফরিদপুরের রথখোলা এলাকার একটি খারাপ পাড়ায় আটকে রাখা হয়েছে।

ফোন রিসিভ করেন কনস্টেবল মামুনুর রশিদ। তিনি সঙ্গে সঙ্গে ফরিদপুর কোতয়ালী থানায় খবর দেন। ৯৯৯ ডিসপ্যাচার এসআই দীপন কুমার মন্ডল সংশ্লিষ্ট থানা এবং কলকারীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান কোতয়ালী থানার এসআই খায়রুল।

সুমন রঞ্জন সরকার যিনি ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি ঘটনার বিষয়ে জানান, খবর পাওয়ার পর পুলিশ ওই নারীকে সেখান থেকে দ্রুত উদ্ধার করার মাধ্যমে থানায় নিয়ে আসে। এই ঘটনার বিষয়ে শুনে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related Articles

Back to top button