দৈনিক খবর

এবার বাংলাদেশে ভূমিকম্প নিয়ে বিশেষজ্ঞদের ভয়ানক বার্তা প্রকাশ

প্রাকৃতিক দুর্যোগ একটি অনাকাঙ্খিত দুর্যোগ। আর এই দুর্যোগ কখনো বলে কয়ে আসে না। বিশেষ করে ভূমিকম্প। আর এই ভূমিকম্প ঠেকাতে পারে এমন কোনো যন্ত্র আবিষ্কার হয়নি পৃথিবীতে। এ দিকে এবার এই বাংলাদেশের আসন্ন ভূমিকম্প নিয়ে ভয়ানক বার্তা দিলো বিশেষজ্ঞরা। জানা গেছে বাংলাদেশ ৮.৩ থেকে ৮.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।

দেশের ভৌগোলিক অবস্থান ও ভূতাত্ত্বিক বিশ্লেষণ তুলে ধরে এ তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) ড. এএসএম মাকসুদ কামাল।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশের ভূমিকম্প ঝুঁকি প্রশমন ও প্রস্তুতি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ তথ্য জানান।

প্রফেসর ড. মাকসুদ কামাল বলেন, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি রোধে বাড়ি নির্মাণে বিল্ডিং কোড যথাযথভাবে অনুসরণ করতে হবে। ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি কমানোর জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। এ জন্য তিনি শিক্ষক, গবেষক, নীতিনির্ধারক, গণমাধ্যমকর্মী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পেশাজীবীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

প্রসঙ্গত, এ দিকে ভূমিকম্পের প্রকোপ সম্প্রতি সারা বিশ্ব দেখেছে। তুরস্ক এবং শরীয়াতে সম্প্রতি ঘটে গেছে বড় ধরনের ভূমিকম্প আর এই ভূমিকম্পে প্রাণ গেছে ৫০ হাজারেরও বেশি মানুষের। এ ছাড়াও তছনছ হয়ে গেছে এই দুটি দেশ। আর এই কারনে বাংলাদেশকে আগাম সতর্ক থাকতে বলা হয়েছে ভূমিকম্প নিয়ে।

Related Articles

Back to top button