দৈনিক খবর

২০২৬ বিশ্বকাপে খেলবেন কিনা জানালেন নেইমার

ব্রাজিলের তারকা খেলোয়ার নেইমার। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায় নেওয়ার পরে এই তারকা ফুটবলারের ক্যারিয়ার নিয়েও প্রশ্ন উঠে। জাতীয় দলের জার্সি গায়ে আরও একটি বিশ্বকাপ মাতাবেন কিনা সেই সংশয়েরও সৃষ্টি হয়। কারণ নেইমারও স্পষ্ট করে কিছুই জানানসি সে সময়।

বিশ্বকাপের পর থেকে ক্লাব ফুটবলেও সময়টা ভালো যাচ্ছে না নেইমারের। ইনজুরির পাশাপাশি মাঠেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না তিনি। সবশেষ ম্যাচে পিএসজির জার্সিতে মোনাকোর বিপক্ষে হারের পর সতীর্থদের সঙ্গে ঝগড়া করে ক্লাবে নিজের অবস্থান আরও নড়বড়ে করে ফেলেছেন নেইমার।

তবে নিজেকে নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই আবারও আগামী বিশ্বকাপে খেলা নিয়ে নতুন ইঙ্গিত দিয়ে রাখলেন ব্রাজিল ফরোয়ার্ড। টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার জানান, ‘আমি বছরের পর বছর ধরে এগিয়ে যেতে চাই। অবশ্যই আমার অনেক বড় স্বপ্ন আছে, আর সেটা হলো বিশ্বকাপ জয়।’

ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপ থেকে দেশের হয়ে বিশ্বমঞ্চে খেলছেন। তবে এরই মধ্যে তিনটি বিশ্বকাপ খেলে ফেললেও এখনো কাঙ্খিত শিরোপার দেখা পাননি। তবে এখনো স্বপ্ন দেখছেন সেলেসাও তারকা। আর এ ক্ষেত্রে তার বড় অনুপ্রেরণা পিএসজি সতীর্থ বন্ধু লিওনেল মেসি।

কাতার বিশ্বকাপের আগে নিজের ক্যারিয়ারের সম্ভাব্য সব শিরোপাই জিতেছিলেন মেসি। আক্ষেপ বলতে ছিল কেবল বিশ্বকাপের সোনালি ট্রফিটা। সেটির অপেক্ষাও ঘুচিয়েছেন কাতারে। আর্জেন্টাইন মহাতারকা ৩৫ বছর বয়সে নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে নেমে বহু আরাধ্য সোনালি ট্রফির দেখা পেয়েছিলেন।

মেসির দীর্ঘ প্রতীক্ষার অবসানের অদম্য এ যাত্রা অনুপ্রেরণা হিসেবে দেখছেন নেইমার। তিনি বলেন, ‘লিও সবসময়ই একজন অনুপ্রেরণা। সে সবসময় আমাকে সাহায্য করেছেন এবং উৎসাহিত করেছেন। স্পষ্টতই, তাকে ৩৫ বছর বয়সে জিততে দেখে আমিও এটা নিয়ে ভাবি।’

Related Articles

Back to top button