দৈনিক খবর

লু’র সঙ্গে বৈঠক কেন হয়নি, বিএনপিকেই জিজ্ঞেস করুন: মোমেন

বিএনপির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি ডোনাল্ড লু কেন বৈঠকে বসেননি, বৈঠক কেন হয়নি এ বিষয়ে মন্তব্য করতে চাননি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ বিষয়ে তিনি বলেন, কেন বৈঠকে বসেননি, তা বিএনপিকেই জিজ্ঞেস করুন। আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

ডোনাল্ড লু’র ঢাকা সফরের বিষয়ে জানতে চাইলে মোমেন বলেন, তিনি এসেছেন, আমাদের দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে। তবে আমাদের কিছু কিছু দুর্বলতা আছে। তিনিও স্বীকার করেছেন, আমেরিকায় কিছু বিষয়ের ক্ষেত্রে তাদেরও সেম (একই)। সে কারণে আমরা সেম লেভেলে আছি। এসব নিয়ে খুব পজিটিভ আলোচনা হয়েছে। তিনি বলেন, আলোচনায় তারা হ্যাপি। আমরাও হ্যাপি। আর প্রেসিডেন্ট জো বাইডেন চাইছেন, আগামী ৫০ বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক যেন উন্নত হয়। আমরাও তা চাই। এক প্রশ্নের উত্তরে মোমেন বলেন, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা এসেছে, তবে র‍্যাব এখন অনেক ম্যাচিউরড। প্রথম দিকে যাই হোক না কেন, র‍্যাবের মধ্যে এখন জবাবদিহিতা তৈরি হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি ডোনাল্ড লু গত ১৪- ১৫ জানুয়ারি ঢাকা সফর করেন। সে সময় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি।

Related Articles

Back to top button