দৈনিক খবর

এমবাপে-বেনজেমাকে পিছে ফেলে বর্ষসেরা মেসি

কাতার বিশ্বকাপে অবিশ্বাস্য পারফর্ম করা কিলিয়ান এমবাপের সম্ভাবনাও দেখছিলেন অনেকে। দৌড় থেকে বাদ যাননি আরেক ফরাসি তারকা করিম বেনজেমাও। এবার এমবাপে, বেনজামা না মেসি- কার হাতে উঠবে ফিফা বর্ষসেরা পুরস্কার? এ নিয়ে আগেই গুঞ্জন উঠেছিল। বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক এবং পিএসজি তারকা লিওনেল মেসির হাতেই শোভা পাবে এবারের ফিফা বর্ষসেরার পুরস্কার, এমনটাই চেয়েছিলেন বিশ্বের লাখো ফুটবল সমর্থক।

অবশেষে শেষ পর্যন্ত অন্য প্রতিদ্বন্দ্বীদের পিছে ফেলে ২০২২ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি ‘দ্য বেস্ট ফিফা মেন’স প্লেয়ার অ্যাওয়ার্ড’ জিতলেন আর্জেন্টাইন কিংবদন্তি মেসি। গতকাল সোমবার প্যারিসে বসে ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠানের আসর। বাংলাদেশ সময়ে দ্য বেস্ট অ্যাওয়ার্ডস দেয়া শুরু হয় রাত দুটো থেকে। ৩৬ বছর বয়সী মেসির হাতে বর্ষসেরার ট্রফি তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

এদিন প্যারিসে পুরস্কার প্রদান অনুষ্ঠানে এমবাপে উপস্থিত থাকলেও দেখা মেলেনি বেনজেমার। বর্ষসেরার ট্রফি হাতছাড়া হলেও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জিতেছেন এমবাপে। অন্যদিকে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর নায়ক মেসি জিতেছেন ‘গোল্ডেন বল।’

মেসি বলেন, এটি আশ্চর্যজনক। এটি একটি দুর্দান্ত বছর ছিল এবং আজ রাতে এখানে উপস্থিত হওয়া এবং এই পুরস্কার জিততে পারা আমার জন্য অনেক সম্মানের। আমি কোচ স্কালোনি এবং আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই; তাদের ছাড়া আমি এখানে থাকতাম না।

আমি একটি স্বপ্নকে বাস্তব করেছি যা আমি এতদিন ধরে আশা করছিলাম, উল্লেখ করে তিনি আরও বলেন, অবশেষে আমি তা অর্জন করেছি। এটি যে কোনো খেলোয়াড়ের জন্য একটি স্বপ্ন; খুব কম লোকই এটি অর্জন করতে পারে এবং আমি নিজেকে যথেষ্ট ভাগ্যবান মনে করি।

কাতার বিশ্বকাপে মেসি মোট সাতটি গোল করেছেন। আর চলতি মৌসুমে মেসি ২৭টি খেলায় ১৬টি গোল করেছেন, সেইসাথে ১৪টি অ্যাসিস্ট করেছেন।

এদিন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে স্মরণ শেষে ফিফার বর্ষসেরা নারী গোলকিপারের পুরস্কার দেওয়ার মাধ্যমে ‘বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ শুরু হয়। চলতি বছর পুরস্কারটি জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার মেরি আর্পস।

ফিফা বর্ষসেরা পুরুষ গোলকিপারের পুরস্কার ওঠে বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসজয়ী আরেক আর্জেন্টাইন এমিলিয়ানো মার্তিনেজের হাতে। ফিফার বর্ষসেরা নারী কোচের পুরস্কার জিতেছেন ইংল্যান্ড নারী দলকে ইউরো জেতানো সারিনা ভিগমান। পুরুষদের বর্ষসেরা কোচ হয়েছেন আর্জেন্টিনার লিওনেল স্কালোনি।

‘ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ জিতেছেন জর্জিয়ান লুকা লোশোভিলি। গেলো বছর অস্ট্রিয়ার ঘরোয়া ফুটবল ম্যাচে চেতনা হারানো এক ফুটবলারের জীবন বাঁচান লোশোভিলি। এ কারণেই তাকে মনোনীত করে ফিফা।

Related Articles

Back to top button