দৈনিক খবর

২০২৬ বিশ্বকাপে মেসিকে খেলতেই হবে: ডি মারিয়া

২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর মেসিকে ২০২৬ বিশ্বকাপেও খেলার অনুরোধ জানাতে শুরু করেন অনেকে। এবার সেই একই দাবির পুনরাবৃত্তি করলেন আনহেল ডি মারিয়াও। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম এই নায়ক বেশ জোরের সঙ্গে বলেছেন, আগামী ২০২৬ বিশ্বকাপে মেসিকে খেলতেই হবে। কারণ, তিনি ইতিহাসের সেরা খেলোয়াড়।

সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে দি মারিয়া বলেছেন, ‘মেসিকে পরের বিশ্বকাপে থাকতেই হবে। সে ইতিহাসের সেরা খেলোয়াড়।’ মেসিকে বিশ্বকাপে দেখতে চাইলেও আগামী বিশ্বকাপের স্বপ্ন নিজে দেখেন না বলে মন্তব্য করেছেন জুভেন্টাসের এই উইঙ্গার।

তিনি আরও যোগ করে বলেছেন, ‘আমি আর পরের বিশ্বকাপের স্বপ্ন দেখি না। কোপা আমেরিকা পাওয়াটা আমার জন্য দারুণ ব্যাপার হবে। আমি এটা পেতে পছন্দ করব। সেখানে চেষ্টা করাটাই বেশি গুরুত্বপূর্ণ হবে।’

এদিকে মেসিকে ইতিহাসের সেরা দাবি করার পক্ষে যুক্তি দিয়ে দি মারিয়া আরও বলেছেন, ‘৭টি ব্যালন ডি’অর, বিশ্বকাপ, ফিনালাসিমা, কোপা আমেরিকা, বার্সেলোনার হয়ে সবকিছু জেতা। সে সেরা এবং সেখানেই সে থাকবে।’

এ সময় মেসি-ম্যারাডোনার তুলনা প্রসঙ্গে দি মারিয়া বলেছেন, ‘ডিয়েগো হচ্ছে ডিয়েগো। তবে আমার কাছে মেসিই সেরা। ডিয়েগো ফাইনালে থাকলে সেটা দারুণ ব্যাপার হতো। মেসির হাতে বিশ্বকাপ দেখে সে উচ্ছ্বাসে ফেটে পড়ত।’

Related Articles

Back to top button