দৈনিক খবর

ভূমিকম্পের ২০৭ ঘণ্টা পর নারীকে জীবিত উদ্ধার

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুর মিছিল কেবলই বাড়ছে। এখনও উদ্ধার অভিযান চলছে। তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের প্রায় ২০৭ ঘণ্টা পর ৪৫ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর আগে তুরস্কের হাতায় প্রদেশ থেকে ভূমিকম্পের ২০৫ ঘণ্টা পরও এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এদিকে তুরস্কের হাতায় প্রদেশে ভূমিকম্পের ২০৫ ঘণ্টা পরও এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জানিয়েছেন, এ পর্যন্ত ৮ হাজারের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি উদ্ধার অভিযানে এগিয়ে আসায় সকল দেশকে ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, তুরস্ক ও সিরিয়ায় গত ৬ ফেব্রুয়ারি ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে গুঁড়িয়ে যায় দুই দেশের হাজার হাজার হাসপাতাল, স্কুল ও অ্যাপার্টমেন্ট ভবন। গৃহহীন হয়ে পড়ে দেশ দুটির বিপুলসংখ্যক লোক। উদ্ভূত পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ১০ প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন।

Related Articles

Back to top button