দৈনিক খবর

অন্ধকার ঘরে বিরতিহীন ২৫ ঘণ্টা, অস্বাভাবিক তমা

চলচ্চিত্র, ওটিটি দুই মাধ্যমেই নিজেকে তুলে ধরেছেন অভিনেত্রী তমা মির্জা। এবার আসছে এ অভিনেত্রীর নতুন ওয়েব ফিল্ম ‘ফ্রাইডে’। যার পরিচালনা করেছেন নির্মাতা রায়হান রাফী। সম্প্রতি উন্মুক্ত হয়েছে ‘ফ্রাইডে’র টিজার। ইতোমধ্যেই ২৫ সেকেন্ডের ওই টিজার সাড়া ফেলেছে। ওয়েব ফিল্মটি শীঘ্রই একটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে।

রহস্যঘেরা টিজার প্রসঙ্গে তমা বলেন, এটা আমার জীবনের খুব ভয়ংকর অভিজ্ঞতা। এটি বিভৎস একটি কনটেন্ট। এই অভিজ্ঞতা আমি কখনও ভুলতে পারবো না। এই গল্পটি সবাইকে দেখানোর একটাই কারণ, যেন এমন ঘটনা আর কোথাও না ঘটে।

এই সিনেমা একা দেখতে হবে। এমনকি আমি আমার মাকে নিয়েও দেখতে পারবো না। বাবা-ভাই তো আরও পরের কথা!

তমা আরও বলেন, আমরা টানা ২৫ ঘণ্টা বিরতিহীন শুট করে কাজটি শেষ করি। শুট হয়েছে ঢাকার বাইরে। একটি ঘরে ঘন অন্ধকারে শুট করছিলাম। এই পুরোটা সময় অন্ধকারে ছিলাম। কাজটি করতে গিয়ে আমি প্রায় অস্বাভাবিক হয়ে গিয়েছিলাম।

উল্লেখ্য, প্রায় এক যুগ আগে ‘বলো না তুমি আমার’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তমার। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে যান তিনি। ২০১৫ সালে শাহ নেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন তিনি।

সেই ধারাবাহিকতায় নতুন বছরেও যেন নেমেছেন আঁটসাঁট বেঁধে, ঝুলিতেও আছে বেশকিছু সিনেমা।

Related Articles

Back to top button