দৈনিক খবর

বিশ্ব ইজতেমায় দায়িত্বে অবহেলা করলে চাকরি হারাতে হবে: জিএমপি কমিশনার

আগামীকাল শুক্রবার থেকে বিশ্ব ইজতেমার নিরাপত্তায় পুলিশ সদস্যদের দায়িত্বে অবহেলা পাওয়া গেলে চাকরি হারাতে হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম। আজ বৃহস্পতিবার ১২ জানুয়ারি শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে ইজতেমার প্রস্তুতি উপলক্ষে আয়োজিত ব্রিফিং প্যারেডে তিনি এ কথা বলেন।

এ সময় জিএমপি কমিশনার বলেন, আগামীকাল শুক্রবার ১৩ জানুয়ারি থেকে টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। পুলিশের কাজ হলো মানুষের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করা। ইজতেমায় লাখ লাখ মানুষ আসবে। আমাদের কাজ হলো যেকোনো মূল্যে নিরাপত্তা নিশ্চিত করা। এর মধ্যে কেউ যদি কোনো কারণে তার দায়িত্ব পালনে অবহেলা করে বা নিয়মের ব্যত্যয় হয়, তবে আমি বলছি, তোমরা চাকরিটা হারাবা।

তিনি বলেন, তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিজ নিজ ইউনিটে ফেরত পাঠানো হবে। এখানে সারা বাংলাদেশ থেকে পুলিশ সদস্যরা এসেছেন। সবার ফোন নম্বর আমাদের কাছে আছে। সবাইকে এমনভাবে মনিটর করা হবে যে কেউ টেরই পাবা না। কেউ দায়িত্বে অবহেলা করলে সঙ্গে সঙ্গে আমাদের কাছে তথ্য চলে আসবে। এরপর যা যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে।

তিনি আরও বলেন, ইজতেমা চলাকালে যেকোনো বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সদস্যকে চোখ-কান খোলা রাখতে হবে। ইজতেমা নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়াতে উস্কানি বা বিভ্রান্তিকর কথা ছড়িয়ে বিশৃঙ্খলার চেষ্টা করবে। এমন কোনো কিছু যদি কারও চোখে পড়ে অবশ্যই কর্তৃপক্ষকে জানাতে হবে। অনেকে লিফলেট বিতরণ করে বিশৃঙ্খলার চেষ্টা করবে, সেদিকে কড়া নজর রাখতে হবে। পাশাপাশি মুসল্লিদের গ্যাস সিলিন্ডারে রান্না বা বাইরে থেকে খাবার আনাসহ সবদিকে খেয়াল রাখতে হবে।

এদিকে আগামী ১৩ জানুয়ারি থেকে মাওলানা জুবায়ের অনুসারীরা ১৫ জানুয়ারি পর্যন্ত ইজতেমা পালন করবে। পরে ২০ জানুয়ারি থেকে সাদ অনুসারীরা ইজতেমা পালন করবে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ২২ জানুয়ারি শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

Related Articles

Back to top button