দৈনিক খবর

বিদেশিরা আহাম্মকের মতো সুপারিশ করে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের জ্ঞান খুব সীমিত। বিদেশিরা মাঝে মাঝে আহাম্মকের মতো সুপারিশ করে। তিনি বলেন, আমরা যুদ্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। তাদের ইলেকশনে প্রার্থী পাওয়া যায় না। অথচ তারা এদেশের নির্বাচন নিয়ে কথা বলতে আসে। আজ বুধবার (৪ জানুয়ারি) সকালে সিলেটের ইপিআই ভবনে সিভিল সার্জনের কার্যালয় আয়োজিত কমিউনিটি ক্লিনিক বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, এ দেশ পৃথিবীর মধ্যে অন্যতম দেশ। যেখানে মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ৩০ লাখ মানুষ রক্ত দিয়েছে। এখানে প্রতিটি মানুষের হৃদয়ে গণতন্ত্র রয়েছে। তিনি আরও বলেন, এদেশে নির্বাচনে ৭০-৮০% লোক ভোট দেয়। কিন্তু অনেক দেশে ২৫-৩০% লোকও ভোট দেয় না। নির্বাচনে প্রার্থী খুঁজে পাওয়া যায় না অথচ এদেশে একেকটি পদে বিপুল সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। অনেক বিরোধী দল দেশে উন্নতি চায়না বলে বিদেশে অপপ্রচার চালাচ্ছে। তারা নিজের পা কেটে অন্যের ক্ষতি করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু লোক ব্যক্তিগত ফায়দা নিতে অশান্তি তৈরি করার চেষ্টা করছে। দেশ অশান্ত হলে বানোয়াট তথ্য দিয়ে যারা বিভ্রান্ত করছে তারাও ভালো থাকার সুযোগ নেন। মিডিয়া হৈচৈয়ের কারণে বিদেশিরা কথা বলতে উৎসাহ পায়। মিডিয়া এগুলো বন্ধ করে দিলেই বিদেশিদেরও কথা বলা বন্ধ হয়ে যাবে।

Related Articles

Back to top button