দৈনিক খবর

রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনতে যে কাজ করতে পারবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন

জাতীয় সংসদ নির্বাচন সকল দলের অংশগ্রহনের মাধ্যমে সম্পন্ন করা নির্বাচন কমিশনের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারনে দেশের অন্যতম রাজনৈতিক দল জানিয়ে দিয়েছে, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া নির্বাচনে যাবে না। এ বিষয়টি নিয়ে বার বার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনে সকল দলকে আহবান জানিয়ে যাচ্ছেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি বারবার জানাচ্ছি, আপনারা আসুন, নির্বাচনে অংশগ্রহণ করুন। আপনাদের মধ্যে যদি মতপার্থক্য থাকে, সেটা নিরসন করার চেষ্টা করুন। কারণ, নির্বাচন কমিশন মুরব্বিয়ানা করতে পারবে না।’

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী হলের সামনে ভোটার দিবসের শোভা”যাত্রা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল সব দলকে নির্বাচনে আসার আহ্বান জানানোর পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণমূলক ও সুষ্ঠু পরিবেশ তৈরি করতে কমিশনের নেওয়া সব পদক্ষেপের কথাও তুলে ধরেন। তিনি বলেন, “‘কিন্তু আমরা ভদ্রভাবে, বিনীতভাবে সব রাজনৈতিক দলকে বলব, যে কোনো উপায়ে নির্বাচনে আপনারা অংশগ্রহণ করুন। নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে ভোটকেন্দ্রে ভারসাম্য সৃষ্টি করুন, যাতে এই ভারসাম্যের মাধ্যমে ভোটকেন্দ্রে এক ধরনের নিরপেক্ষতা ও নির্ভুলতা প্রতিষ্ঠিত হয়।’

সিইসি উল্লেখ করেন, তাদের মেয়াদে বিভিন্ন নির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলক কম হলেও সন্তোষজনক ছিল। তবে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে সংসদ নির্বাচনে ‘পর্যাপ্ত’ ভোটার উপস্থিতি থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মোঃ আলমগীর, ইসি সচিব মো. জাহাঙ্গীর আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকালে শোভাযাত্রাটি নির্বাচন ভবন থেকে বের হয়ে আগারগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্বাচন ভবনের সামনে গিয়ে শেষ হয়। দিবসটি উপলক্ষে আজ বিকেলে আলোচনা সভারও আয়োজন করেছে ইসি।

উল্লেখ্য, আগামি জাতীয় সংসদ নির্বাচন ঠিক কীভাবে সম্পন্ন হবে সে বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকেরা কোনো ধারনা দিতে পারছেন না। কারন যে কোনো সময় নির্বাচনী পরিবেশের পরিবর্তন ঘটতে পারে। তবে নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী ও সকল দলের অংশগ্রহনের মাধ্যমে নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেছে।

Related Articles

Back to top button