দৈনিক খবর

মেসি চলে গেলেও পিএসজি ছাড়তে চান না নেইমার

দশ বছরের চুক্তির মেয়াদে ২০১৭ সালে সবচেয়ে দামী ফুটবলার হিসেবে ২২২ মিলিয়ন ইউরোতে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে দলে ভিড়িয়েছিল পিএসজি। শুরুতে দলটির প্রাণভোমরা হিসেবেই নেইমারের ভূমিকা থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে পিএসজিতে নেইমারের গুরুত্ব কমেছে।

নেইমারের ইনজুরি, দলের চ্যাম্পিয়ন্স ট্রফি না জেতার আক্ষেপ আরও নানা হিসেব মিলিয়ে এই ব্রাজিলিয়ান তারকাকে এখন কেনা দামের এক চতুর্থাংশের কাছাকাছি অর্থাৎ ৬০ মিলিয়ন ইউরোর মতো পেলেই বিক্রি করে দিতে চায় পিএসজি। ফরাসি সংবাদ মাধ্যম লা ইকুইপ ও গোল ডটকম এমনই দাবি করেছে।

তবে নেইমার পিএসজি’তে থাকতে চান। তার সঙ্গে ক্লাবের চুক্তি আছে ২০২৭ সাল পর্যন্ত। ইনজুরি জর্জরিত নেইমার ওই চুক্তি সম্পন্ন করার কথা ভাবছেন। অন্যদিকে লিওনেল মেসির সঙ্গে পিএসজি চুক্তি আছে মাত্র চার মাস।

চলতি মৌসুম শেষেই প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হবে আর্জেন্টাইন সুপারস্টারের। ক্লাব কর্তৃপক্ষ মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে চায়। তবে বেতন বাড়াতে চায় না।

বেতন না বাড়ালে মেসি আবার চুক্তি নবায়নে আগ্রহী নন। বিশ্বকাপ জেতায় তার ব্র্যান্ড ভেল্যু বেড়েছে বলে কথা। পিএসজি বোর্ডের সঙ্গে আলোচনার টেবিলে বসেছিলেন লিও’র বাবা হোর্হে মেসি। ওই সভা আলোর মুখ দেখেনি। মৌসুম শেষে তাই সাবেক বার্সা তারকার প্যারিস ছাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

সংবাদ মাধ্যমের দাবি, মেসি পিএসজি ছেড়ে চলে গেলেও দলটিতে থেকে যেতে চান নেইমার। তিনি আপাতত অন্য কোনো দলের হয়ে খেলার কথা ভাবছেন না।

এর আগে সংবাদ মাধ্যম দাবি করেছিল, নেইমারকে কেনার বিষয়ে খোঁজ খবর রাখছে চেলসি। পিএসজি প্রেসিডেন্টের সঙ্গে নাকি চেলসির অন্যতম মালিক টোড বোহলি সাক্ষাতও করেছেন।

Related Articles

Back to top button