দৈনিক খবর

বাংলাদেশে আর ব্যবসা করবে না ভারতের জিফাইভ

বর্তমান সময়ে ভারতের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘জিফাইভ’ ২০১৯ সালের জুলাইয়ে বাংলাদেশে যাত্রা শুরু করে। বাংলাদেশি তারকাদের নিয়ে জমকালো সেই আয়োজনে প্রতিশ্রুতি দেওয়া হয়, বিশ্বজুড়ে দর্শকের কাছে বাংলাদেশি কনটেন্ট হাতের মুঠোয় পৌঁছে দেবে তারা। কিন্তু বাংলাদেশে ব্যবসা শুরুর সাড়ে তিন বছরের মাথায় জানাল দুঃসংবাদ। দেশ থেকৈ ব্যবসা গুটিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি।

এক মেইল বার্তার মাধ্যমে জানানো হয়েছে, আগামী ১৫ জানুয়ারি থেকে বাংলাদেশে আর দেখা যাবে না এই প্ল্যাটফর্মের কোনও কনটেন্ট। বাংলাদেশে জিফাইভের কনটেন্ট নির্মাণ ও দেখভাল করতো ‘গুড কোম্পানি’। এটি বিজ্ঞাপন সংস্থা এশিয়াটিকের অঙ্গপ্রতিষ্ঠান।

এর কর্তা ইরেশ যাকের জানিয়েছেন, ‘এটা তাদের ব্যবসায়িক সিদ্ধান্ত। আমরা তো কেবল কনটেন্ট প্রোডাকশনের কাজগুলো করতাম। হয়ত কোনও কারণে তাদের মনে হয়েছে বাংলাদেশে মার্কেটে তারা কাজ করবে না। এজন্যই বন্ধ করে দিচ্ছে।’

এদিকে জিফাইভের বার্তায় বলা হয়েছে, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বাংলাদেশে আর জিফাইভের স্ট্রিমিং সার্ভিস থাকছে না। আমাদের গল্পগুলো দিয়ে আপনাদের বিনোদিত করতে পেরে আমরা আনন্দিত।’

Related Articles

Back to top button