Countrywideদৈনিক খবর

ছেড়ে দেওয়ার পর আবার গ্রেফতার হয় সেই সাংবাদিক, একটি নয় একাধিক মামলা তার বিরুদ্ধে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেফতার নিয়ে গনমাধ্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে। এমনকি যুক্তরাষ্টসহ আরো ১২টি দেশ উদ্বেগ প্রকাশ করেছে। সবাই জনে সাংবাদিক শামসুজ্জামানকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে। তবে স্বারাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, প্রথম আলোর সাংবাদিককে সিআইডি জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে, যা তথ্যভিত্তিক নয়। পরে বিভিন্ন স্থানে মামলা থাকায় তাকে আবারও গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত দু-তিনটি মামলার তথ্য জেনেছি। আরও মামলা আছে বলে আমরা শুনেছি।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে কৃষক লীগ আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আমাদের স্বাধীনতা দিবস অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করি। একটি পত্রিকা সেদিন তথ্যবিহীন খবর প্রকাশ করেছিল। বাংলাদেশ যেভাবে এগিয়েছে তার সমালোচনা করে সংবাদপত্রগুলো সংবাদ প্রকাশ করেছে। সংবাদপত্রে যে বক্তব্য প্রকাশিত হয়েছে তা তিনি করেননি বলে জানিয়েছে একাত্তর টিভি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ কারণেই পুলিশের একটি বাহিনী সাংবাদিক শামসুজ্জামানকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিলেও সারাদেশে বিভিন্ন স্থানে মামলা হচ্ছে, এরই মধ্যে কয়েকটি মামলা হয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে তাকে আবার গ্রেফতার করা হয়।

বুধবার (২৯ মার্চ) সৈয়দ মো. সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন গোলাম কিবরিয়া নামে এক বাদী।

পরে বুধবার আইনজীবী আব্দুল মালেক বাদী হয়ে ডিএমপির রমনা থানায় একই আইনে আরেকটি মামলা করেন। মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সাংবাদিক শামসুজ্জামান শামস ও ক্যামেরাম্যানকে আসামি করা হয়।

সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেফতারের পরে আদালতে প্রেরন করা হয়। তবে আদালত তার বিরুদ্ধে কি সিন্ধান্ত নিয়ে তা এখনো পর্যন্ত জানা যায় নি। আগামী কয়েক ঘটনার মধ্যে জানা যাবে বলে ধারনা করছে আদালত প্রঙ্গনেৃ উপস্থিত সাংবাদিকেরা।

Related Articles

Back to top button