দৈনিক খবর

ড্র করেও পয়েন্ট টেবিলের শীর্ষে ব্রাজিল, তলানিতে আর্জেন্টিনা

চলতি অনূর্ধ-২০ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের ম্যাচে কলম্বিয়ার কাছে পয়েন্ট হারালো সেলেসাওরা। আগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনা ৩-১ গোলে উড়িয়ে দিলেও কলম্বিয়ার সঙ্গে চাপে থেকেই ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিলের যুবারা। এদিন কলম্বিয়া যুবারা দুর্দান্ত খেলেও জয়ের দেখা পায়নি। তারা বল দখল রেখেছিলো ৫২ শতাংশ, মোট ১০টি শট করলেও গোল মুখে শট করেছে মাত্র একটি।

সেই একটি শটেই গোলের দেখা পায় তারা। ম্যাচের দুটি গোলই আসে প্রথমার্ধে। কলম্বিয়ার হয়ে ম্যাচের ৩১ মিনিটে গুস্তাভো আদোলফো গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। তবে খুব বেশি সময় লিড ধরে রাখতে পারেনি তারা।

প্রথমার্ধ শেষ হওয়ার মাত্র এক মিনিটের আগেই সেলেসাওদের সমতায় ফেরান অধিনায়ক অ্যান্ড্রে সান্তোস। তার গোলেই ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে যুবারা। এরপর কোনো দলই আর গোল করতে সক্ষম হয়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই দল দুটি মাঠ ছাড়ে।

পূর্ণ পয়েন্ট না পেলেও টেবিলের শীর্ষেই রয়েছে ব্রাজিল যুবারা। তিন ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে তারা। সমান ম্যাচ এবং পয়েন্ট নিয়ে সেলাসাওদের পরেই প্যারাগুয়ের অবস্থান। এদিকে সমান ম্যাচ খেলে এখন পর্যন্ত দুই ড্র করে টেবিলের তৃতীয় স্থানে আছে কলম্বিয়া।

কিন্তু সদ্য বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার যুবারা তিন ম্যাচের দুটি হেরে রয়েছে চার নাম্বারে। টেবিলের তলানিতে থাকা পেরু তিনটি ম্যাচেই হারের মুখ দেখছে। দুটি গ্রুপের শীর্ষ তিনে থাকা দলগুলো যাবে পরবর্তী পর্বে। ফলে আর্জেন্টিনা যুবাদের জন্য সমীকরণটা বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে।

Related Articles

Back to top button