Countrywideopinionদৈনিক খবর

যৌবন যার,এখনই সময় তার সঠিক আ.লীগ সৈনিক সাজার,তাই সুইটি তারিন রিয়াজ প্রথম আলোর বিরুদ্ধে:প্রভা

বাংলাদেশের টক অব দ্যা টাউন এখন প্রথম আলো। দেশের সব থেকে জনপ্রিয় এবং বড় পত্রিকা হলো এই প্রথম আলো। তবে বেশ কিছু কারণে এখন এই পত্রিকা দেশের মধ্যে রয়েছে বেশ চাপের মধ্যে। সম্প্রতি এই পত্রিকার নিবন্ধন বাতিল নিয়ে হয় একটি মানববন্ধন। আর সেই মানববন্ধনে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় কিছু অভিনেতা অভিনেত্রীরা। এ নিয়ে এবার একটি বিশেষ লেখনী প্রকাশ করেছেন মারজিয়া প্রভা। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:-

প্রথম আলোর নিবন্ধন বাতিল চাচ্ছে অভিনেতা সুইটি, তারিন, রিয়াজ, শাহেদসহ অনেকে। এরা নিজেরা প্রথম আলো তারকা পুরস্কার নিয়েছে, পারফর্ম্যান্স করেছে, জাকজমক ফটোশুট করেছে। আচানক তারা কেন যে নিবন্ধন বাতিলের দাবিতে খাঁড়ায় গেল এইডি ধরতে পারতেসি না। হয়ত আগামী নির্বাচনে পদ দেওয়ার বার্গেইন চলতেসে। ‘যৌবন যার, এখনই সময় তার সঠিক আওয়ামী সৈনিক সাজার’!

কয়েকদিন আগে আরেফীন শুভ বলল, মত প্রকাশের স্বাধীনতা আছে কিনা এই প্রশ্ন অবান্তর! ওর সামনে দেড়শ ক্যামেরা তাক করা, আর এতেই প্রমাণ হইসে যথেষ্ট এইদেশে মত প্রকাশ আছে।

একটা দেশের স্বৈরশাসক তো আর একলা টিকতে পারে না। এদের কিছু puppet voice লাগে। করপোরেশনের ছত্রছায়া বাদেও বুদ্ধিজীবি শিক্ষক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক জাতীয় প্রাণীগণ প্রায়ই এই puppet রোল নেয়। এই মেরুদন্ডহীনগুলো ফ্যাসিস্ট সরকারের জনবিরোধী propaganda এর অংশ হয়।

আসলে ভাইবে দেখলে, আমাদের মিডিয়াপাড়া কতটুকু সংস্কৃতি চর্চা এবং উত্তরণে নিয়োজিত! মানে একটা রাষ্ট্রের সাংস্কৃতিক চর্চার সংগে যুক্ত অংশটি মুলত নিয়োজিত আছে স্মাগলিং, ড্রাগ ডিলিংস, অস্ত্র ব্যবসা, হিউম্যান ট্রাফিকিং এর মত মানবতাবিরোধী সব কর্মকান্ডে। এইদেশের পুলিশ প্রশাসনের সর্বোচ্চ পদাধারীর বোট ক্লাবে নিত্য যাওয়া আসা থাকে এই তথাকথিত ‘সংস্কৃতিচর্চাকারীদের’!

এই তারিন, এই সুইটি, এই রিয়াজ কিংবা শুভ! এই জাতীয় ‘তারকাগণ’ এরা আসলে কারা? এরা তারাই, যারা এই স্বৈরশাসন ব্যবস্থার সবচেয়ে সুবিধাভোগী অংশ, যারা এই ব্যবস্থার মানবতাবিরোধী সমস্ত কর্মকান্ডের ভাগ বাটোয়ারার অংশ। এই ঘিনঘিনে Corporation এর বৈষম্যমুলক উচ্চ বিলাসবহুলতার সুবিধা তারা পেয়ে আসছে।

বর্তমানে সিনেমা নাটক প্রডিউসারদের এক বিরাট অংশ মুলত Corporate কোম্পানির মালিকও। যারা জনগণের টাকা মেরে, শোষণ করে কালো টাকা বানায়। সেই কালো টাকা সাদা করতে সিনেমা, নাটকের প্রডিউসার হয়!

সেই কালো টাকা সাদা হয়ে তারিন, রিয়াজ, সুইটি আর শুভদের কাছে যায়!

তাই তাদের কাছে মত প্রকাশের স্বাধীনতা কিংবা সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রশ্ন অবান্তর!

তাদের কাছে মাছ মাংস আর চাইলের স্বাধীনতা গরীবি বকোয়াজ!

এই puppet voice দের কোনদিনই কোন ঠিকঠাক মতের আদর্শ থাকেনা। এদের আদর্শ একটাই! কেবল টাকা, ক্ষমতা আর বিলাসব্যসনের প্রতি অসীম লোভ !

প্রসঙ্গত, এ দিকে প্রথম আলো নিয়ে এখন বেশ ক্ষেপে আছে দেশের সরকারও। বিশেষ করে গেলো কিছু দিন আগে একটি প্রতিবেদন নিয়ে একেবারেই চাপের মুখে পরে এই পত্রিকাটি। আর সেই থেকেই একটি মহল প্রথম আলোর নিবন্ধন বাতিল চাইছে।

Related Articles

Back to top button