দৈনিক খবর

রঙ্গিন বাঁধাকপি চাষে কৃষকের স্বপ্ন পূরণ

কৃষি ফসল উৎপাদন করেই চলে বেলালের সংসার। এরই ধারাবাহিকতায় চলতি মৌসুমে অন্যান্য সবজির পাশাপাশি আবাদ করেছেন লাল জাতের বাঁধাকপি। এখান থেকে লাভের স্বপ্ন দেখছেন বেলাল। গাইবান্ধায় রক্তিম রঙে সেজেছে বেলালের বাঁধাকপির ক্ষেত।

ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ভাষারপাড়া গ্রামের ওই কৃষকের ক্ষেতে দেখা যায়, লাল রঙের বাঁধাকপির ক্ষেত। দূর থেকে তাকালে মনে হয় এ যেন এক ফুল বাগান। আর কাছে এলেই চোখে পড়ে সারি সারি লাল রঙের বাঁধাকপি। ইতোমধ্যে এই বাঁধাকপি দেখতে দূরদূরান্ত থেকে লোকজন আসছেন সেখানে। এ থেকে বদলে দিতে পারে বেলাল হোসেনের ভাগ্য। ওপরের পাতা ছিঁড়লেই বের হয় টকটকে লাল রঙের বাঁধাকপি। যা দেখলেই যে কারো চোখ জুড়িয়ে যায়।

প্রায় দুই বিঘা জমিতে চাষ করেছেন লাল বাঁধাকপি। ফলন ও দাম ভালো পেয়েও খুশি তিনি। এদিকে, নতুন এ জাতের আকর্ষণীয় সবজি দেখতে বিভিন্ন এলাকার লোকজন আসছেন বেলাল এর সবজি ক্ষেতে। এই ক্ষেত দেখতে আসা দর্শনার্থীরা মুগ্ধ। তার এ সাফল্য দেখে স্থানীয় কৃষকরা আগামীতে লাল রঙের বাঁধাকপি চাষে অনেকে আগ্রহ প্রকাশ করছেন।

কৃষক বেলাল হোসেন জানান, স্থানীয় বাজারে প্রতি কেজি বাঁধাকপি ৫০ থেকে ৫৫ টাকা হিসাবে পাইকারি বিক্রি করছেন। বীজ-সার-শ্রমিক অন্যান্য খরচ বাদে প্রায় লক্ষাধিক টাকা মুনাফা থাকবে বলে মনে করেন তিনি। এরই মধ্যে ৪০ থেকে ৪২ শতক জমি থেকে ১ লাখ টাকার অধিক বিক্রি হয়েছে তার।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ বেলাল হোসেন বলেন, নতুন এই জাতের বাঁধাকপি আবাদে কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান অব্যাহত রয়েছে।

Related Articles

Back to top button