দৈনিক খবর

দুই প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

চলতি মাসের শেষদিকে পানামা এবং কিউরাসাওয়ের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ৩৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। লিওনেল মেসিসহ কাতার বিশ্বকাপে শিরোপা জয়ী দলের সকল খেলোয়াড়ই স্কোয়াডে ডাক পেয়েছেন। ৩৫ বর্ষী মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন বলে ব্যাপকভাবে আলোচনা ছিল।

তবে বিশ্বকাপে গোল্ডেন বল জয়ী এলএম টেন ফাইনালের পর বলেছিলেন যে, তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে সতীর্থদের সঙ্গে আরও কয়েকটি ম্যাচ খেলতে চান। গত শুক্রবার ঘোষিত দলে আরও ডাক পেয়েছেন বিশ্বকাপে খেলতে না পারা ভিলারিয়ালে ২৬ বর্ষী ফুটবলার মিডফিল্ডার জিওভানি লো সেলসো। হ্যামস্ট্রিংয়ের গুরুতর ইনজুরির কারণে তিনি বিশ্বকাপ দলের সঙ্গে থাকতে পারেননি।

এদিকে স্প্যানিশ বংশোদ্ভূত ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ তারকা আলেজান্দ্রো গার্নাচো দ্বিতীয়বারের মতো স্কালোনি স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন। আলবিসেলেস্তেদের জার্সি গায়ে অভিষেকের অপেক্ষায় আছেন আরও ডাক পাওয়া ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ম্যাক্সিমো পেরোনে, ব্রাইটনের অ্যাটাকিং মিডফিল্ডার ফ্যাকুন্ডো বুওনানোত্তে এবং ইন্টার মিলানের ভ্যালেন্টিন কার্বোনি।

চলতি মাসের আগামী ২৩ মার্চ বুয়েন্স আয়ার্সে ফিফা র‍্যাঙ্কিংয়ের ৬১তম স্থানে থাকা পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আকাশী-নীলরা। এর পাঁচদিন পর র‍্যাঙ্কিংয়ের ৮৬ নম্বর অবস্থানে থাকা কিউরাসাওয়ের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুল্লি, ফ্রাঙ্কো আরমানি।

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, হের্মান পেজ্জেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, হুয়ান ফয়েথ, নেহুয়েন পেরেজ, লৌতারো ব্লাঙ্কো।

মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গুইডো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এনজো ফের্নান্দেজ, ইজিকুয়েল পালাসিও, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো পেরোনে, ফ্যাকুন্ডো বুওনানোত্তে, জিওভানি লো সেলসো।

ফরোয়ার্ড: লিওনেল মেসি (অধিনায়ক), লৌতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, অ্যাঙ্গেল কোরেয়া, অ্যাঙ্গেল ডি মারিয়া , এমিলিয়ানো বুয়েন্দিয়া, ভ্যালেন্টিন কার্বোনি, আলেজান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেজ, আলেজান্দ্রো গোমেজ।

কোচ: লিওনেল স্কালোনি।

Related Articles

Back to top button