দৈনিক খবর

ডাকাতির মামলায় পদ হারালেন আ.লীগ নেতা

জামালপুরে বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদার নামে আওয়ামী লীগ নেতা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ হারিয়েছেন। গত শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন বাবুল তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রয়াস, জাতির পিতা বঙ্গবন্ধু ছবি ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত থাকায় বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জুমান তালুকদারকে সাময়িক বহিষ্কার করা হলো। এছাড়া কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না তা পত্র পাওয়ার ১৫ দিনের মধ্যে কারণ দর্শাতে হবে।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর রাতে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়। ১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পঙ্গু হাসপাতালের গেট থেকে বকশীগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদারকে আটক করে জামালপুর আনে পুলিশ। ডাকাতির মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ২ ফেব্রুয়ারি দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

Related Articles

Back to top button