দৈনিক খবর

নতুন শিক্ষাক্রমে সপ্তাহে যতদিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান, জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রমেও সপ্তাহে দুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এটি প্রধানমন্ত্রীর নীতিগত সিদ্ধান্ত। তাছাড়া আন্তর্জাতিক মানদণ্ডেও একই নিয়ম চালু রয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি আরও বলেন, অবসরজনিত কারণে কোথাও কিছু সংখ্যক শিক্ষকের সংকট তৈরি হলেও দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে নেই। এখন থেকে সপ্তাহে পাঁচদিন চলবে শিক্ষাক্রম। দুদিন থাকবে বন্ধ। তবে গতবছর বিদ্যুৎ সংকটের কারণে এমন ঘোষণা দিলেও এখন থেকে এটিই চালু থাকবে।

এ নিয়ে নতুন করে কথা বলার কিছু নেই। সারাবিশ্বে সপ্তাহে পাঁচদিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকে। কারণ, শিক্ষক এবং শিক্ষার্থীদের কিছুটা বিশ্রামেরও প্রয়োজন আছে।

এদিকে, সাংবাদিকদের প্রতি বিরক্তি প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, তোমাদের পড়াশোনার অভাব রয়েছে, পড়াশোনা করে প্রশ্ন করবে। তাছাড়া সাংবাদিকদের জন্য একটি ওরিয়েন্টেশন কোর্স চালু করার কথাও জানান তিনি।

এর আগে ঢাকা থেকে সড়কপথে শিক্ষামন্ত্রী চাঁদপুর সার্কিট হাউজে পৌঁছালে জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মিলন মাহমুদ এবং চাঁদপুর পৌরসভা ছাত্রলীগ কমিটির নবনির্বাচিত নেতারা ফুল দিয়ে স্বাগত জানান।

Related Articles

Back to top button