দৈনিক খবর

হাতের আঙুল নেই আরাফাতের, কনুই দিয়ে লিখে সব ক্লাসে প্রথম

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের আল আমিন মল্লিকের একমাত্র ছেলে আরাফাত মল্লিক (১১)। হাতের আঙুল নেই, কনুই দিয়ে লিখে সব ক্লাসে প্রথম শিশুটি। তিনি দক্ষিণ বলুহর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শেষ করেছেন। বর্তমানে কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ছেন। আরাফাতের আট মাস বয়সী একটি ছোট বোন আছে।

এদিকে এলাকাবাসী জানান, জন্ম থেকেই আরাফাতের দুই হাতের কনুইয়ের নিচের অংশ নেই। আঙুল না থাকায় স্বাভাবিকভাবে কোনোকিছু ধরতে পারত না। তবে কনুই দিয়ে লিখে প্রাথমিকের পড়া শেষ করে এবার মাধ্যমিকে ভর্তি হয়েছেন আরাফাত। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কোনো ক্লাসে সে দ্বিতীয় হয়নি। অন্যদিকে ক্লাসের সেরা ছাত্র হিসেবে বৃত্তি পরীক্ষাও দিয়েছেন। আরাফাতের প্রত্যাশা ট্যালেন্টপুলে বৃত্তি পাবে।

আরাফাতের বাবা আল আমিন মল্লিক সংবাদমাধ্যমকে জানান, ছেলেটি জন্ম থেকেই এমন। ছোট থেকেই তাকে অনেক যত্ন করে বড় করা হয়েছে। এখন আরাফাত নিজেই নিজের কাজ করতে পারেন। তার পড়ালেখার প্রতি অনেক আগ্রহ। এ কারণে আরাফাতকে স্কুলে ভর্তি করে দেওয়া হয়। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব ক্লাসে আরাফাত প্রথম হয়েছেন।

দক্ষিণ বলুহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম জানান, আরাফাত সব শ্রেণিতে প্রথম হয়েছে। এবারও প্রথম হয়ে মাধ্যমিক শেষ করেছেন। সে অনেক ভালো ছেলে। লেখাপড়ার প্রতি ব্যাপক আগ্রহ।

বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠান কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুর রহমান বলেন, ছেলেটি ষষ্ঠ শ্রেণিতে নতুন ভর্তি হয়েছে। কষ্ট করে লেখার কাজটি করে। সবার সহযোগিতায় সে এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

Related Articles

Back to top button