দৈনিক খবর

ছয়টি আসনে পরিবর্তন এনে দ্বাদশ জাতীয় নির্বাচনের সীমানা চূড়ান্ত

২০১৮’র নির্বাচনের সীমানার ছয়টি আসনে পরিবর্তন এনে দ্বাদশ জাতীয় নির্বাচনের সীমানা চূড়ান্ত করা হয়েছে। আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা চূড়ান্ত করা হয়েছে। আজই গেজেট হতে পারে। এদিকে চলতি বছরের ৩১ অক্টোবর থেকে দ্বাদশ সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হবে। এর আগেই ৩০০ আসনের সীমানা পুননির্ধারণের পরিকল্পনা ছিল ইসির। ইসির রোডম্যাপ অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে এ কাজ শেষ করার কথা রয়েছে।

সীমানা পুননির্ধারণ আইন অনুযায়ী, ভৌগোলিক অখণ্ডতা বজায় রেখে সর্বশেষ জনশুমারি প্রতিবেদনের জনসংখ্যার যতদূর সম্ভব ‘বাস্তব বণ্টনের’ ভিত্তিতে সীমানা নির্ধারণ করতে হবে। এ ছাড়া সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের জন্য ৩০০ নির্বাচনী এলাকার খসড়া তালিকা প্রণয়ন করতে হবে। পুনর্বিন্যাস করা এসব খসড়া সীমানা ইসি অনুমোদন দেওয়ার পর প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এরপর খসড়া সীমানার উপর দাবি-আপত্তি-সুপারিশ চাওয়া হবে। শুনানির মাধ্যমে দাবি-আপত্তি নিষ্পত্তি করে ৩০০ নির্বাচনী এলাকার নতুন সীমানা চূড়ান্ত করা হবে এবং এরপর তা গ্রেজেট আকারে প্রকাশ করবে ইসি।

Related Articles

Back to top button