দৈনিক খবর

প্রকাশ্যে নাচানাচি করায় ১০ বছরের কারাদণ্ড ইরানি যুগলের

ইরানের রাজধানী তেহরানে গত নভেম্বরে প্রকাশ্যে নেচে আলোচনায় এসেছিলেন আমির মোহাম্মদ আহমাদি (২২) ও তার বাগ্দত্তা আসতিয়াজ হাকিকি (২১)। রাস্তায় প্রকাশ্যে নাচানাচি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটির ভিডিও প্রকাশ করা তাদের ১০ বছরেরও বেশি কারাদণ্ড দিয়েছেন দেশটির এক আদালত। গতকাল বুধবার ১ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

জানা গেছে, আমির-হাকিকির বিরুদ্ধে দুর্নীতি, যৌনকর্মীদের উৎসাহ দেওয়া এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে ষড়যন্ত্র করা ও সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার অভিযোগ আনা হয়েছে। এ জন্য তাদের মোট সাড়ে ১০ বছর কারাভোগ করতে হবে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তারা রাজধানী তেহরানের আজাদী টাওয়ারের সামনে একে-অপরকে জড়িয়ে ধরে নাচছেন। বিবিসিকে জানিয়েছে, ওই যুগল সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নাচের ভিডিও প্রকাশের পরই তাদের আটক করা হয়। ইনস্টাগ্রামে তাদের প্রায় ২০ লাখ মানুষ ফলো করেন।

এদিকে ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই প্রেমিক যুগলকে দুই বছরের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা থেকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া তাদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button