দৈনিক খবর

আস্থা ছিলো বলেই শান্ত আজ এই অবস্থানে: নান্নু

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নাজমুল হোসেন শান্তকে দলে নেয়া নিয়ে সমালোচনা কম হয়নি। টিম ম্যানেজম্যান্ট, সিলেকশন প্যানেল থেকে ক্রিকেট বোর্ড সবাই ছিলো তুখোড় সমালোচনার নিশানায়। মারমুখী ক্রিকেটের তুলনায় শান্তর ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। সেই শান্ত এবারের বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় দ্বিতীয়। শান্তর ব্যাটিংয়ের ধরণ টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য উপযুক্ত নয় বলে সমালোচনার রব উঠে ক্রিকেট মহলে।

এদিকে বিশ্বকাপে বাংলাদেশের দুই জয়েই ২টি হাফ সেঞ্চুরি করেন এই বাঁহাতি ব্যাটার। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিপিএল, ব্যাট হাতে রান করে সমালোচনার জবাব দিয়েছেন শান্ত। এই ব্যাটারকে দলে নেয়া নিয়ে কম সমালোচনায় পুড়তে হয়নি জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে। বিপিএলে শান্ত ব্যাট হাতে ভালো করায় স্বস্তির কথা জানালেন টাইগারদের প্রধান নির্বাচক।

আজ মিরপুরে সাংবাদিকদের প্রশ্নে নান্নু বলেন, ‘আমরা যখন থেকে (শান্তকে) ওকে নিয়েছিলাম তখন থেকেই আমরা ভালো জায়গায় দেখতেছি। যথেষ্ট আমরা কনফিডেন্ট ছিলাম বলেই আজ এই জায়গায় আসতে পারছে। টিম ম্যানেজম্যান্টের যথেষ্ট কনফিডেন্স ছিলো তাকে নিয়ে। যার কারণে ও প্রতিদানটা দিতে পেরেছে। কন্টিনিউয়াসলি প্রসেসে থাকলে দেশের জন্য আরো ভালো কিছু দেবার জন্য আমার মনে হয় প্রস্তুত হবে।’

তিনি আরও বলেন, ‘অবশ্যই ভালো ফিল করি। একট প্লেয়ার যে কোনো প্লেয়ার শুধু শান্ত না যখন নেয়া হয় তখনি সমালোচনা হয়। ও যখন পারফর্ম করে তাহলে এটা অবশ্যই ভালো দিক। আমরা চাই যে এমন খেলোয়াড়, যাকে সুযোগ দেয়া হয় সে দেশের জন্য যাতে যাতে লং প্রসেসের মধ্যে থাকে এবং ভালো কিছু দেওয়ার জন্য প্রস্তুত থাকে।’

Related Articles

Back to top button