দৈনিক খবর

রেশ না কাটতেই বিনোদন জগতে আবারো শোকের ছায়া, মারা গেলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী

রেশ কাটতে না কাটতেই বিনোদন জগতে আবারো নেমে এলো শোকের কালো ছায়া। শনিবার সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী বাণী জয়রাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তবে তার মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো শুরু হয়েছে ব্যাপক শোরগোল। জানা যায়, মৃতদেহ উদ্ধারকালে শিল্পীর কপালে আঘাতের চিহ্ন ছিল।

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাণীর মৃত্যুতে সঙ্গীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। বাণী ১৯৪৫ সালে ভেলোরে জন্মগ্রহণ করেন।

তিনি তার ক্যারিয়ার জুড়ে হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, মালায়ালম, কন্নড় ভাষায় ১০,০০০ টিরও বেশি গান রেকর্ড করেছেন। আট থেকে আশি পর্যন্ত সবাই তার কণ্ঠে মন্ত্রমুগ্ধ।

১৯৭১ সালে, বাণী ‘গুড্ডি’ ছবিতে জয়া ভাদুড়ির কণ্ঠে ‘বোল রে পাপিহারা’ গানটি রেকর্ড করেছিলেন। এই গান তাকে হিন্দি সঙ্গীত জগতে বিশেষ খ্যাতি এনে দেয়। এই গানের পর ধীরে ধীরে বলিউড থেকে উধাও হয়ে যান বাণী।

সম্প্রতি শনিবার পদ্মভূষণ পাওয়া বনির মৃত্যুকে কিছুটা আকস্মিকই বলা যায়। তার গৃহকর্ত্রী জানান, বয়স হলেও ভানি সুস্থ ছিলেন। কখনও কখনও অতিথিরা তাকে অভিনন্দন জানাতে বাড়িতে আসেন। তাতেই খুশি ছিলেন প্রবীণ শিল্পী।

আর সেহেতু হঠাৎ করেই গুণী এই শিল্পীর মৃত্যুতে যেন শোকে পাথর হয়ে গেছেন সকলেই। তার এমন মৃত্যু যেন কোনো ভাবেই মেনে পারছে না কেউই।

Related Articles

Back to top button