দৈনিক খবর

শুক্রবার যেসব এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সঞ্চালন লাইনের জরুরি সংরক্ষণ বা মেইনটেন্যান্স কাজের জন্য রাজধানীর বেশ কিছু এলাকায় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমিনবাজার-আগারগাঁও ২৩০ কেভি সঞ্চালন লাইনের জরুরি সংরক্ষণ (মেইনটেন্যান্স) কাজ চলবে। এ জন্য আগারগাঁও, সাত মসজিদ ও ক্যান্টনমেন্ট গ্রিড উপকেন্দ্রের আওতাধীন এলাকায় সকাল ৭টা হতে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

এসময় উপকেন্দ্রের আওতাধীন এলাকা অর্থাৎ ধানমন্ডি, আগারগাঁও, ক্যান্টনমেন্ট, শেরেবাংলা নগর, বিজয় সরণি প্রভৃতি এলাকায় লোডশেড হতে পারে বলে জানানো হয়েছে।

শাটডাউন চলাকালীন সময়ে সংশ্লিষ্ট গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পিজিসিবি কর্তৃপক্ষ।

Related Articles

Back to top button