দৈনিক খবর

ডিপজলের মন্তব্যে ভারতীয় গণমাধ্যমে হট্টগোল

ঢালিউডের খলনায়কখ্যাত জনপ্রিয় অভিনেতা ডিপজলের হিন্দি সিনেমা নিয়ে আলোচনায় তুমুল হট্টগোল হয়েছে। হিন্দি ছবি আমদানিতে শিল্পী সমিতি লিখিতভাবে সম্মতি জানালেও জ্যেষ্ঠ সহসভাপতি ডিপজল বলছেন ভিন্ন কথা।

সাংবাদিকদের তিনি বলেন, ঢাকার সিনেমা ইন্ডাস্ট্রি ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, এর মধ্যে হিন্দি সিনেমা এলে বাংলা সিনেমা মুখ থুবড়ে পড়বে। তাদের দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ও জানিয়েছে, সিনেমা আমদানির পদক্ষেপ নেওয়া হবে।

বলিউড তারকা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা বাংলাদেশে মুক্তি নিয়ে আলোচনার মধ্যে ডিপজল দাবি করেন, হিন্দি সিনেমায় অশালীন দৃশ্য ও গান থাকে। বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে হিন্দি সিনেমা যায় না।

ডিপজলের এমন বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা হয়। ফেসবুকে কেউ কেউ লিখছেন, ডিপজল নিজেই বেশ কয়েকটি ‘অশ্লীল’ সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যেই ভারতের টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি গণমাধ্যমের খবরে এসেছেন ডিপজল। সেখানে ডিপজলের বক্তব্য তুলে ধরা হয়েছে।

শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে হিন্দি সিনেমা আমদানির প্রশ্নে একমত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের প্রযোজক, প্রেক্ষাগৃহ মালিক, পরিচালক, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। উপমহাদেশীয় সিনেমা আমদানিসহ চারটি প্রস্তাব উত্থাপন করে ১৯ সংগঠনের মোর্চা সম্মিলিত চলচ্চিত্র পরিষদ।

Related Articles

Back to top button