দৈনিক খবর

সাকিব-তামিমের সম্পর্ক ঠিক করার চেষ্টা করেছি, পারিনি: পাপন

অনেকদিন ধরেই ক্রিকেটপাড়ায় গুঞ্জন, ভালো নেই বাংলাদেশ দলের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের মাঝের সম্পর্ক। একসময়ে খুব কাছের দু’জন বন্ধু থাকলেও এখন আর তারা একে অন্যের সঙ্গে কথাও বলেন না।

বিষয়টি যে গুঞ্জন নয়, বরং সত্যি সেটাই বোঝা গেল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথায়। খোদ বিসিবি বসই স্বীকার করলেন, এই দুই ক্রিকেটারের মধ্যে রীতিমত মুখ দেখাদেখি বন্ধ। দুজনের সম্পর্ক ঠিক করার চেষ্টা করেও সফল হননি তিনি।

ক্রিকেট বিষয়ক আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে নাজমুল হাসান পাপন দাবি করেছেন, জাতীয় দলের ড্রেসিংরুম এখন মোটেও ‘স্বাস্থ্যকর’ নয়, সেখানে সিনিয়র ক্রিকেটারদের রেষারেষির পাশাপাশি চলছে ‘গ্রুপিং’।

তিনি বলেন, ‘এটা কোনো স্বাস্থ্যকর ড্রেসিংরুম না, এটুকু গ্যারান্টি দিতে পারি। এমন নয় আমি সাকিব-তামিমের সমস্যা সমাধানের চেষ্টা করিনি। আমি দুজনের সাথেই কথা বলেছি এবং বুঝতে পেরেছি এটা সমাধান করা এ মুহূর্তে সহজ নয়।

এটা আমার মূল্যায়ন। দুজনকেই একটা কথা বলেছি- জানি না তোমাদের মধ্যে কী হচ্ছে, তবে যখন কোনো ম্যাচ বা সিরিজ তোমরা খেলছো, এসব বিষয় যেন সামনে না আসে। দুজনই সে নিশ্চয়তা দিয়েছে। বাইরে তারা কী করছে জানি না, তবে ড্রেসিংরুমে তারা যেন কথা বলে।’

দলের গ্রুপিংই এখন ক্রিকেটের জন্য সবচেয়ে ক্ষতির কারণ, এমনটিই মনে করেন বোর্ড প্রধান। তিনি বলেছেন, ‘এই গ্রুপিংই এখন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা। আর কিছু নিয়ে আমার সমস্যা নেই।

আমি এই গ্রুপিং নিয়েই চিন্তিত। ইদানীংকালে এসব শুনছি। এমনকি বিশ্বকাপেও এমন কিছু শুনিনি। আমি বিশ্বাস করতে পারি না, এসব কী করে সম্ভব। ভবিষ্যতে ভালো কিছু পেতে হলে আমাদের এটা বন্ধ করতে হবে। সবাইকে বুঝতে হবে গ্রুপিংয়ের কোনো সুযোগ নেই।’

Related Articles

Back to top button