দৈনিক খবর

দক্ষিণ আফ্রিকার পর ভারতকেও হারালো বাংলাদেশ

এবার মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। আজ বুধবার জোহানেসবার্গে ভারতের বিপক্ষে ৩ রানের জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মেয়েরা। শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। সংগ্রহ খুব বড় হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলতে পারে ১২১ রান।

তবে ওই রানে এক স্বর্ণা আক্তারের অবদান ৭৮! তিনি একাই দলকে টেনেছেন। দুর্দান্ত ওই ইনিংস খেলার পথে ছক্কা বৃষ্টি দেখিয়েছেন স্বর্ণা। ৪৮ বলের মুখোমুখি হয়ে তিনি চারের শট মারেন মাত্র দুটি। আর ছক্কা তোলেন সাতটি। জবাব দিতে নামা ভারত উইকেট হাতে রেখে খেললেও রান তুলতে পারেনি।

দারুণ বোলিংয়ে তাদের আটকে জয় তুলে নেয় মেয়েরা। বাংলাদেশের হয়ে দিপা খাতুন ৪ ওভারে ১৫ দিয়ে একমাত্র উইকেটটি নেন। তবে লেগ স্পিনার রাবেয়া খান ৪ ওভারে ১৪, পেসার মারুফা আক্তার ৪ ওভারে ২৪ রান দিয়ে জয় তুলে নেন।

এর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে বৃষ্টি আইনে ৭ রানে জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওই ম্যাচে ৯৮ রানে দক্ষিণ আফ্রিকাকে আটকায় বাংলাদেশ। জবাবে ৪ উইকেটে ৭২ রান করার পর বৃষ্টি নামে। এবার মেয়েদের মূল আসরের চ্যালেঞ্জ। শনিবার মেয়েরা শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।

Related Articles

Back to top button