দৈনিক খবর

ট্রাফিক নিয়ম মেনে গাড়ি থামালেই ক্যান্ডি উপহার

রাস্তায় ট্রাফিক আইন মেনে গাড়ি থামালেই চালককে ক্যান্ডি উপহার দিচ্ছে ভারেতর আহমেদাবাদ পুলিশ। ট্রাফিক আইন মানতে মানুষকে উদ্বুদ্ধ করতেই পুলিশের এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে।

রিতভি নামক একজন নারী ট্রাফিক আইন মেনে আহমেদাবাদ পুলিশের কাছ থেকে তার ক্যান্ডি উপহার পাওয়ার মিষ্টি অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেছেন।

তিনি ছবিসহ শেয়ার করা পোস্টে লিখেছেন, আহমেদাবাদের পুলিশ আমাকে চকলেট উপহার দিয়েছে কারণ আমি ট্রাফিক আইন মেনে চলেছি।

টুইটারে রিতভির শেয়ার করা এই পোস্টটি খুব দ্রুত ভাইরাল হয়। মানুষ পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ব্যাপক প্রসংশা করছেন। অনেকেই বলছেন, ট্রাফিক আইন মেনে চলতে হয় মানুষের তার নিজের নিরাপত্তার জন্য। আর নিজের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় কাজটা করে যদি উপহার পাওয়া যায় সেটা কতইনা সুন্দর উদ্যোগ।

সামাজিক মাধ্যমগুলো হৃদয়গ্রাহী সংবাদ দিয়ে খুব সহজেই আমাদেরকে আকৃষ্ট করতে পারে। তেমনই খুব সহজে আমাদেরকে খুশিও করতে পারে। একইভাবে রিতভির শেয়ার করা এই পোস্টটি মানুষের মধ্যে খুব সহজেই একটি ভালোলাগার অনুভূতি দিয়ে গেল।

Related Articles

Back to top button