দৈনিক খবর

শরীর থেকে ধোয়া উঠা সেই রব্বানীকে টেস্ট করে যা জানাল মেডিকেল টিম

সাম্প্রতিক সময়ে দেশের একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম ভিন্ন ধরনের একটি খবর প্রকাশ করে, যেখনে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলায় এক ব্যক্তির পান খাওয়ার সময় তার মাথা দিয়ে ধোয়া ওঠে। এই সংবাদটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে সেটা ভাইরাল হয়ে যায়। ঐ বিস্ময়কর ব্যক্তির নাম গোলাম রাব্বানী যিনি পেশায় একজন ব্যবসায়ী। এই খবর পাওয়ার পর একটি বিশেষ মেডিকেল টিম গঠন করার মাধ্যমে রাব্বানীর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। গতকাল বুধবার অর্থাৎ ১ ফেব্রুয়ারি সকাল ১০:৩০ থেকে শুরু করে প্রায় দেড় ঘণ্টা ধরে চলে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা

তবে প্রাথমিকভাবে কোনো অস্বাভাবিকতা পাননি বলে জানিয়েছেন দলের সদস্যরা। বিষয়টি জানতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন বলেও মন্তব্য করেন তারা।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেডিকেল টিমের প্রধান ডা. আবদুর রাজ্জাক বলেন, ঘটনা তদন্তে গঠিত তিন সদস্যের দল গোলাম রাব্বানীর কেস হিস্ট্রি স্টাডি করেছে।

তিনি এবং দলের অন্য দুই সদস্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) এএইচএম আনিসুজ্জামান পিয়াস ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোহানুর রহমান। তার শরীরের বিভিন্ন খুঁটিনাটি নিয়ে দীর্ঘক্ষণ কথা বলে মেডিকেল টিম। তার সঙ্গে কথা বলে তদন্ত দল প্রাথমিকভাবে কোনো অস্বাভাবিকতা পায়নি।

তবে সুপারি দিয়ে পান খাওয়ার পর অনেকেই ঘাম এবং মাথা ঘোরা অনুভব করেন বলে জানান তারা। তা ছাড়া কাঁচা সুপারিতে থাকা উপাদান শরীরের তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে। শরীরের একটি প্রক্রিয়ায় হলো বাষ্পীভবনের প্রক্রিয়ার মাধ্যমে সেই তাপমাত্রাকে কমিয়ে আনা। এ প্রক্রিয়া স্বাভাবিক ঘটনা বলেও মন্তব্য করেন তিনি।

গোলাম রাব্বানীর আরও কিছু পরীক্ষা তারা করতে চান বলেও জানান তিনি। ধোঁয়া উঠার সঙ্গে চিকিৎসা বিজ্ঞানের কোনো যোগসূত্র আছে কি না তা তারা খুঁজে বের করবেন। সব পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলেও জানান তারা।

এদিকে বুধবার সকাল সাড়ে ১০টায় মেডিকেল টিমের ডাকে স্ত্রী তানিয়া সুলতানাকে নিয়ে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হন গোলাম রাব্বানী।

এ সময় সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি বলেন, তার মাথা থেকে ধোঁয়া উঠার ঘটনা ভাইরাল হয়েছে, তাই তাকে পরীক্ষা করার জন্য হাসপাতাল থেকে ডাকা হয়েছে। সেজন্য তিনি সেখানে আসেন।

এদিকে দুপুর সোয়া ১টার দিকে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, তাকে এখনো মেডিকেল ওয়ার্ডে রাখা হয়েছে। পরীক্ষার জন্য তার রক্তের নমুনা নেওয়া হয়েছে। তবে প্রথমে তাকে কাঁচা সুপারি না খাওয়ার পরামর্শ দেন।

প্রসঙ্গত, পেশায় গরু ব্যবসায়ী গোলাম রব্বানী গত ৭-৮ বছর ধরে কাঁচা সুপারি দিয়ে পান খাচ্ছেন এবং তার মাথা থেকে ঘামের সঙ্গে ধোঁয়া উঠছে। পান খাওয়া শেষ হয়ে গেলে, ধোয়া উঠাও বন্ধ হয়ে যায়। তার কোনো শারীরিক সমস্যা নেই।

কয়েকদিন আগে দেশের একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের অনলাইন সংস্করণে সংবাদ শিরোনাম হন তিনি। এরপর তার এই সংবাদটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ আরো বেশ কয়েকটি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকটা বিরল এবং বিস্ময়কর এই ঘটনা ঘটার পর থেকে তিনি ‘ধোয়া মানব’ হিসেবে এখন আখ্যায়িত হতে শুরু করেছেন। ওই ব্যক্তির বাড়ি উপজেলার চকগাজীপুর গ্রামে, বলে জানা যায়।

Related Articles

Back to top button