Entertainmentদৈনিক খবর

আমাদের দুটি দোকানসহ সব পুড়ে ছাই হয়ে গেছে: অপু বিশ্বাস

বাংলাদেশের সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি কলকাতার বাংলা ছবিতেও অভিনয় করছেন। প্রযোজক হিসেবেও নিজের নতুন ছবি নিয়েও তিনি কাজে ব্যস্ত সময় পার করছেন। সাম্প্রতিক সময়ে তিনি সিনেমার কাজ নিয়ে দেশের একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের সাথে কথা বলেছেন। তার সেই আলাপচারিতার কিছু অংশ তুলে ধরা হলো-

শুনলাম আপনি কলকাতায় গেছেন?

আপনি ঠিক শুনেছেন। ব্যক্তিগত কাজে গত সপ্তাহে কলকাতা গিয়েছিলাম। আমি গতকাল ফিরে এসেছি। বঙ্গবাজারের ঘটনা দেখলাম। তাই বলতে পারেন মনটা বেশ খারাপ। ঈদের আগে এমন দুর্ঘটনায় অনেকের স্বপ্ন ভেস্তে গেছে। আমি যখনই কোথাও আগুন দেখি, আমার নিজের জীবনের একটি ঘটনার কথা মনে পড়ে যায়।

সেই ঘটনার কথা বলবেন কি?

১৯৯৫ সালের দিকের কথা। তখন বগুড়া নিউমার্কেটে আমাদের দুটি দোকান ছিল। এমন রোজার আগের দিন বাবা আর কাকা বাবা, কাকা দোকানদারি করে বাসায় এসে ঘুমাচ্ছিলেন। খুব ভোরে কেউ এসে জানালো আমাদের দুই দোকানসহ পুরো নিউমার্কেট পুড়ে ছাই হয়ে গেছে। যেহেতু আমি তখন খুব ছোট। আমি কিছুই বুঝলাম না, শুধু দেখলাম আমার বাবা-মা, চাচা, আন্টি কাঁদছে আর বলছে সবকিছু শেষ হয়ে গেছে। তখন বুঝিনি আমাদের ওপর দিয়ে কী গেছে, কিন্তু আজ বুঝতে পারছি বঙ্গবাজারে ব্যবসায়ী পরিবারের ওপর দিয়ে কী যাচ্ছে। এ রকম দুর্ঘটনা যেন কোনো পরিবারের ওপরে না আসে।

ঈদে মুক্তি পাচ্ছে আপনার অভিনীত ‘প্রেমপ্রীতি বন্ধন’। সেই সিনেমা সম্পর্কে কিছু বলুন?

সোলায়মান আলী লেবুর ‘প্রেমপ্রীতি বন্ধন’ একটি বিগ বাজেটের সিনেমা। গল্প অসাধারণ। নির্মাণেও ছিল যত্নের ছাপ। সব মিলিয়ে দর্শকরা একটি ভালো সিনেমা উপহার পেতে যাচ্ছেন। সিনেমাটি আমার কাছে বিশেষ। কারণ চার বছর পর ঈদে আসছি। এবারের উৎসবে আমার অভিনীত একটি চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। দর্শকরা আমাকে নতুন রূপে দেখতে পাবেন।

আপনার প্রযোজিত ‘লালশাড়ি’ ছবির বিষয়ে কী বলবেন?

এরই মধ্যে সিনেমাটির সব কাজ শেষ হয়েছে। চলতি সপ্তাহে ছবিটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে। ছাড়পত্র পেলেই মুক্তির পরিকল্পনা করবো। যে কোনো উৎসবে ছবিটি মুক্তি দিতে চাই।

এরই মাঝে তোর অভিনেতা সিনেমাটির কাজ প্রায় শেষের পথে। সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে ছবিটি। সেখান থেকে ছাড় পেলেই আসন্ন ঈদে মুক্তি পাবে সিনেমাটি। তবে ঈদুল ফিতর ছাড়াও অন্য কোন উৎসবে মুক্তি পেতে পারে ছবিটি, এমনটি জানিয়েছে।

Related Articles

Back to top button