দৈনিক খবর

লেখক হতে চান পূজা চেরি, অনুপ্রেরণা আব্দুল আজিজ

সব মান-অভিমান ভুলে ফের জাজের ঘরে ফিরেছেন অভিনেত্রী। অতীতের সব কর্মকাণ্ডের জন্য অবশ্য প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন পূজা। হালের ক্রেজ অভিনেত্রী পূজা চেরি। বড় পর্দায় অভিষেক করেছিলেন জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পোড়ামন-২’ সিনেমার মাধ্যমে। প্রতিষ্ঠানটির সঙ্গে কয়েকটি সিনেমায় কাজ করলেও পরে অন্যত্র সরে যান তিনি।

সম্প্রতি শেষ হওয়া অমর একুশে বইমেলা-২০২৩ এ কবিতার বই কেনার জন্য গিয়েছিলেন এ নায়িকা। মেলা থেকে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের লেখা কবিতার বই কেনেন তিনি। যে প্রকাশনী থেকে বই প্রকাশ হয়েছে সেই স্টলে কিছুক্ষণ সময়ও কাটান। তখন জানান—ছোট বেলায় কবিতা লিখতেন তিনি। আর এখন কবিতা লেখার ক্ষেত্রে আবদুল আজিজকে অনুপ্রেরণা ভাবেন।

পূজা বলেন, যখন কিছুই বুঝতাম না তখন কবিতা ভালো লিখতাম। মাকে আমি পড়ে শুনিয়েছি। আমি খুব ভালো কবিতা লিখতাম। এখন আবদুল আজিজকে অনুপ্রেরণা ভাবি। তিনি বই লিখেছেন। আমিও ভাবছিলাম, তাহলে আমিও কি বই লেখা শুরু করব? কবিতা লেখা শুরু করব? এখন দেখা যাক।

ভবিষ্যতে বই প্রকাশ করবেন কিনা বা এমন কোনো ইচ্ছা রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ইচ্ছা আছে। অবশ্যই সেই ইচ্ছা আছে। কবিতার বই কি আসবে নাকি উপন্যাস-গল্প? এমন প্রশ্নের জবাবে পূজা বলেন, শুরু তো করতে হবে কিছু একটা দিয়ে।

Related Articles

Back to top button