দৈনিক খবর

রিজওয়ান বললেন না জেনেই পরেছি, কুমিল্লার ম্যানেজার বললেন ‘হায় হায়’!

এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে বিশেষ আয়োজন ছিল বিপিএলে। যার মাঝে একটি হলো, সকল ক্রিকেটাররা বাংলা বর্ণমালা সম্বলিত কালো বাহুবন্ধনী পরে মাঠে নামবেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ানও সেই বাহুবন্ধনী পরেছিলেন। তবে গতকাল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে তিনি দাবি করেন, এই কালো বাহুবন্ধনী পরার কারণ তিনি জানেন না! দলের সবাই পরেছে, তাই তিনিও পরেছেন! কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ বলছে অন্য কথা।

এদিকে রংপুর রাইডার্সের বিপক্ষে ৭০ রানের জয়ের পর সংবাদ সম্মেলনে মোহাম্মদ রিজওয়ানকে প্রশ্ন করা হয়, আজকের এই বিশেষ উপলক্ষ সম্পর্কে তিনি কী জানেন? জবাবে রিজওয়ান বলেন, ‘সত্যি বলতে আমি জানি না আমি কেন পরেছি? আজ বাংলাদেশের জন্য বিশেষ কোনো দিন হয়ে থাকলে আমি শুভ কামনা জানাচ্ছি। আমি বাংলাদেশে অনেক ভালোবাসা পেয়েছি।’

তিনি বলেন, ‘কোচিং স্টাফ, আমার টিমমেট এবং বিশেষ করে বাংলাদেশের জনগণের কাছ থেকে। পেশোয়ারে আমি যেমন ভালোবাসা পেয়ে থাকি, এখানেও তাই পাচ্ছি। আমি জানি না আজকের দিনটি বাংলাদেশের জন্য ঠিক কী কারণে বিশেষ দিন, তবে আমি বাংলাদেশের জনগনকে শুভেচ্ছা জানাই। আসলে দলের সবাই যেহেতু এই বাহুবন্ধনী পরেছে, তাই আমিও পরেছি। ঠিক জানি না কেন পরেছি।’

এ বিষয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যানেজার আহসানউল্লাহ হাসানের কাছে জানতে চাওয়া হয়, দলের ক্রিকেটারদের কালো বাহুবন্ধনী পরার উদ্দেশ্য সম্পর্কে ব্রিফ করা হয়েছিল কিনা। জবাবে তিনি বলেন, ‘দলের সবাইকে বলা হয়েছে যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে আজ সবাই বাংলা বর্ণমালা সম্বলিত কালো বাহুবন্ধনী পরিধান করবে।’

এ সময় আহসানউল্লাহ হাসানকে জানানো হয় যে, রিজওয়ান ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে বলেছেন, তিনি কালো বাহুবন্ধনী পরার কারণ জানেন না। দলের সবাই পরেছে, তাই তিনি পরেছেন! এ কথা শুনে কুমিল্লার ম্যানেজার আহসানউল্লাহ বিস্মিত হয়ে বলেন, ‘হায় হায়…!’ পরেক্ষণেই বলেন, ‘রিজওয়ান হয়তো খেয়াল করেননি। কিংবা তিনি ভুলে গিয়েছিলেন।’ এসময় তিনি ব্যক্তি এবং ক্রিকেটার রিজওয়ানের প্রশংসা করে বলেন, ‘রিজওয়ান অত্যন্ত ভদ্র এবং বিনয়ী। খেলাটার প্রতি তার দারুণ নিবেদন আছে। তিনি তরুণদের জন্য উদাহরণ হতে পারেন।’

Related Articles

Back to top button