দৈনিক খবর

পাঠ্য বইয়ে চুরি করা মূল সমস্যা না,মূল হইল হিন্দুত্ববাদি রুপান্তর,জাফর ইকবাল এত বোকা না, ইচ্ছা করেই করছে এটা:পিনাকী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে সারা দেশে এখন উঠছে প্রশ্ন। আর এই সব প্রশ্নের জন্ম হয়েছে এ বারের নতুন পাঠ্যসূচি আর পাঠ্যবই নিয়ে। সকলেই সেখানে চুরির অভিযোগ তুলেছে। এবার এই সমস্যার মূল ধরেছেন দেশের জনপ্রিয় ব্যক্তিত্ব পিনাকী ভট্টাচার্য। তার দেয়া একটি লেখনী পাঠকদের জন্য তুলে ধরা হলো হুবহু:-

পাঠ্য বইয়ে চুরি করে গুগল ট্রান্সলেট করা হইছে এইটা নিয়া হাসাহাসি করতে পারেন। কিন্তু পাঠ্য বই নিয়া এইটা মুল সমস্যা না। মুল সমস্যা পাঠ্য বইয়ের হিন্দুত্ববাদি রুপান্তর।

হিন্দুত্ববাদ শুধু মুসলমানের জন্যই সমস্যা না এইটা হিন্দুদের জন্যও সমস্যা। এইটা খুব ছোট প্রজেক্ট না। এইটা বিশাল প্রজেক্ট। তাই তারা সাম্ভব্য প্রতিক্রিয়া কী হইতে পারে সেইটারে কীভাবে মোকাবেলা করবে তাও ডিজাইন করে রাখছে।

আপনার কী মনে হয় জাফর ইকবাল এতোই বোকা যে সে দেখে নাই এইটা গুগল ন্ট্রান্সলেটর দিয়া করা হইছে? কারো মাথায় কিঞ্চিৎ বুদ্ধি থাকলেই সে টেক্সট পড়ে বুঝতে পারার কথা এইটা গুগল ট্রান্সলেটর ব্যবহার করে লেখা।

গুগল ট্রান্সলেটরের আলাপটা নিরাপদ, সকল মিডল ক্লাস অংশ নিতে পারে। পোতিবাদি পোতিবাদি ইমেজও থাকে। হিন্দুত্ববাদি রুপান্তর নিয়া আলাপটা রিস্কি। প্রবল প্রতিরোধ আসবে পোগতিবাদিদের কাছে থেকে।

কিন্তু সমস্যা ওই জায়গায়। গুগল দিয়া ট্রান্সলেট করলেও সে বিপদজনক ইডিয়োলজিতে দীক্ষিত হবেনা। এইটা নির্দোষ বেকুবি। কিন্তু হিন্দুত্ববাদী রুপান্তর একটা জাতির ইতিহাসের বয়ানের সাথে যুদ্ধ ঘোষণা। হাসাহাসি শেষ করে মুল লড়াইয়ে ফিরে আসুন।

প্রসঙ্গত, এ দিকে এই ঘটনার দায় শিকার করেছেন জাফর ইকবাল নিজেও। তবে এর সংশোধন নিয়ে এখনো কিছু বলেননি তিনি।

Related Articles

Back to top button