দৈনিক খবর

আগামী নির্বাচন সুষ্ঠু হবে, মার্কিন কংগ্রেসম্যানকে পররাষ্ট্রমন্ত্রীর আশ্বাস

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে বলে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।’

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নিউইয়র্কের কংগ্রেসম্যান ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির র‌্যাংকিং সদস্য গ্রেগরি মিক্সের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি। এ সময় তিনি র‌্যাবের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছেন।

বৈঠকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জাতিসংঘ), তৌফিক ইসলাম শাতিলসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে যুক্তরাষ্ট্রে লুকিয়ে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠাতে মার্কিন কংগ্রেসম্যানের সাহায্যও চান পররাষ্ট্রমন্ত্রী।

Related Articles

Back to top button