দৈনিক খবর

সাকিবের জোড়া আঘাতে ম্যাচে ফিরল বাংলাদেশ

বাংলাদেশের দেওয়া ২৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার জেসন রয় এবং ফিল সল্টের ব্যাটে ভালো শুরু পায় ইংল্যান্ড। তবে ইনিংসের নবম ওভারে সল্টকে ৩৫ রানের মাথায় ফিরিয়ে দেন সাকিব আল হাসান। এরপরই ডেভিড মালানকে ফেরান পেসার এবাদত হোসেন। ব্যক্তিগত কোনো রান না করেই প্যাভিলিয়নের পথ ধরেন এই টপ অর্ডার ব্যাটার। পরের ওভারে বোলিংয়ে এসে আবারও আঘাত হানেন সাকিব। এবার তার শিকার ১৯ রান করা জেসন রয়। এই মুহূর্তে ইংলিশদের সংগ্রহ ১৭ ওভার ৩বলে শেষে ৩ উইকেট হারিয়ে ৭৮ রান।

সোমবার (৬ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে টপ অর্ডারে ব্যর্থতার পরও নাজমুল হোসেন শান্তর ৫৩, মুশফিকুর রহিম ৭০ ও সাকিব আল হাসানের ৭৫ রানে ভর করে ২৪৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

বোলিংয়ে ইংল্যান্ডের পক্ষে পেসার জোফরা আর্চার একাই ৩ উইকেট শিকার করেন। আদিল রশিদ ও স্যাম কারান নেন ২ টি করে উইকেট। এ ছাড়া ক্রিস ওকস আর অভিষিক্ত রেহান আহমেদ লাভ করেন ১টি করে উইকেট।

Related Articles

Back to top button