দৈনিক খবর

ক্যানসার আক্রান্ত ক্রিকেটার শরিফের পাশে পাপন

ক্রিকেট যার ছিলো নেশা। সেই ক্রিকেটেই তাকে দিয়েছেন জীবনের সবচে বড় দুঃসংবাদ। ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন বেঁচে থাকার যুদ্ধে শরিফ ইসলাম। ঢাকা প্রিমিয়ার লীগের প্র্যাকটিস ম্যাচ খেলার সময় হঠাৎ করে মাঠেই অজ্ঞান হয়ে পড়েন শরিফুল। এর পর থেকে শরীরে নানা রোগব্যাধি দেখা দিলে পরীক্ষা-নিরীক্ষার পর শরীরে ক্যানসার ধরা পড়ে।

এদিকে এই ক্রিকেটারের পাশে দাঁড়িয়ে চিকিৎসার ভরসা দিলেন বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। জানিয়েছেন, শরিফের চিকিৎসায় যা করতে হয় তাই করবে বোর্ড। মুঠোফোনে নাজমুল হাসান পাপন শরিফের সঙ্গে কথা বলেন। তখনই দিয়েছেন সাহস। এমন কী মানসিকভাবে শক্ত থাকার পরামর্শও দিলেন শরিফকে। বললেন, চিকিৎসা নিয়ে দুশ্চিন্তা না করতে। তার জন্য যা ভালো হবে তাই করা হবে। ভারতেও চিকিৎসার বিষয়ে উদ্যোগ নিতে যাচ্ছে বিসিবি।

শরীফুল ইসলাম বলেন, খুব কষ্টকর। আমি আমার পরিবারের খুব সাহায্য করছিলাম, খেলাধুলা করছিলাম। এখন তিনমাসে আমার নিজেকে বোঝা মনে হচ্ছে। তিনি আরও বলেন, জাতীয় দল পরে, আগে আমাকে বাঁচতে হবে। আমি বারবার এটা চিন্তা করি আমি সুস্থ্য হলে তো কিছু একটা করতে পারব। কিন্তু আমি সুস্থ্য হচ্ছি না। চিকিৎসা এখনো শুরু হয়নি। বড় ক্রিকেটার যারা তারা যদি এগিয়ে আসে কিছু কিছু দিলে আমার চিকিৎসাটা খুব ভালো হবে।

শরিফের বড় ভাইকে হঠাৎ করে হারানোর পর বাবা-মায়ের একমাত্র অবলম্বন শরিফ। তাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল তাদের। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শরিফ যেন দ্রুত সুস্থ হয়ে আবারও মাঠে ফিরে আসে, এটাই এখন পরিবারের একমাত্র চাওয়া।

Related Articles

Back to top button