দৈনিক খবর

অবশেষে প্রকাশ্যে, যত ভোটে হারলেন হিরো আলম

সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক আলোচিত ব্যক্তিবর্গকে মধ্যে অন্যতম এক নাম মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। সম্প্রতি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করে বেশ সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। তবে শেষমেষ এ নির্বাচনে জিততে না পারলেও হেরেছেন সামান্য কিছু ভোট।

জানা যায়, এ উপনির্বাচনে মহাজোট প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। হিরো আলম হেরেছেন মাত্র ৮৩৪ ভোটে।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বগুড়া উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মশাল প্রতীকে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নেতা রেজাউল করিম তানসেন পেয়েছেন ২০ হাজার ৪০৫ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট।

এদিন সকাল সাড়ে ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে বগুড়া-৪ ও ৬ আসনে ভোটগ্রহণ। ভোটের সকল কার্যক্রম শুরু হওয়ার পর ঘন্টা খানেক পর ভোট দিতে কেন্দ্রে আসেন হিরো আলম।

Related Articles

Back to top button