দৈনিক খবর

প্রধানমন্ত্রীর ফসলি উঠোনে ১০০ মণ পেঁয়াজের উৎপাদন!

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষকে প্রতি ইঞ্চি জায়গায় কৃষি আবাদ করার নির্দেশনা দিয়ে নিজে বসে থাকেননি। নিজেও সরকারি বাসভবন গনভবনের জমি খালি না রেখে সেখানে হাঁস-মুরগি, কবুতর, গরু পালনের পাশাপাশি বিভিন্ন ধরনের ধান, শাক-সবজি, ফুল-ফল, মধু ও মাছ চাষ করছেন। পাশাপাশি তিল-সরিষার মতো পেঁয়াজও চাষ করেছেন তিনি। ইতোমধ্যে ৪৬ মণ পেঁয়াজ পাওয়া গেছে।

জানা যায়, গ্রামের-গৃহস্থ বাড়ির মতো পুরো গণভবনকে প্রায় একটি খামার বাড়িতে পরিণত করে সৃষ্টি করেছেন বিরল উদাহরণ। রোববার (১৯ ফেব্রুয়ারি) মোট চাষের প্রায় অর্ধেক জমির পেঁয়াজ তোলা হয়েছে। এতে ফলন পাওয়া গেছে ৪৬ মণ। বাকি জমিতে আরও ৫০ মণের বেশি পেঁয়াজ পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বর্তমানে বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৩৫-৪০ দরে বিক্রি হচ্ছে। উৎপাদিত পেঁয়াজের আনুমানিক দাম ৬৫-৭৩ হাজার টাকা। এতে গনভবনে উৎপাদিত পেঁয়াজে প্রায় ৭-৮ শত পরিবারের ১ মাসের চাহিদা পূরণ হবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বলেন, বৈশ্বিক খাদ্য সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণকে প্রতি ইঞ্চি জমিতে ফসল ফলানোর আহ্বান জানিয়ে আসছেন। সেই সাথে তিনি নিজেও গনভবনে বিভিন্ন ধরনের সবজি, হাঁস-মুরগি, গরু ও ফুল-ফল চাষ করেছেন। এতে জনগণের প্রতি এ আহ্বানকে বাস্তবে রূপদান করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সূত্র জানায়, গণভবন আঙিনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঁশফুল, পোলাও চাল, লাল চালসহ বিভিন্ন জাতের ধান; ফুলকপি, বাঁধাকপি, লালশাক, পালংশাক, ধনেপাতা, গ্রাম-বাংলার জনপ্রিয় বতুয়া শাক, ব্রোকলি, টমেটো, লাউ, শিমসহ প্রায় সব ধরনের শীতকালীন শাক-সবজি চাষ করছেন।

এছাড়া গণভবনে তিল, সরিষা, সরিষাক্ষেতে মৌচাক পালনের মাধ্যমে মধু আহরোণ, হলুদ, মরিচ, পেঁয়াজ, তেজপাতাসহ বিভিন্ন ধরনের মসলা; আম, কাঁঠাল, কলা, লিচু, বরই, ড্রাগন, স্ট্রবেরিসহ বিভিন্ন ধরনের ফল; গোলাপ, সূর্যমুখী, গাঁদা, কৃষ্ণচূড়াসহ বিভিন্ন ধরনের ফুলেরও চাষ করছেন প্রধানমন্ত্রী। উৎপাদিত এসব নিত্যপ্রয়োজনীয় দ্রব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জন্য সামান্য রেখে গণভবন কর্মচারী এবং দরিদ্র-অসহায় মানুষের মধ্যে বিলিয়ে দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবসরের সময় এসব সবজি ও ফুল-ফলের তদারকিও করেন বলে গণভবন সংশ্লিষ্টরা জানিয়েছেন। এসব ফসল উৎপাদনে গণভবনে গরুর খামারের গোবর ব্যবহার করা হয়।

তিনি গণভবন পুকুরে চাষ করছেন রুই-কাতল, তেলাপিয়া, চিতলসহ বিভিন্ন প্রজাতির মাছ। এমনকি গণভবন পুকুরে মুক্তার চাষও করছেন শেখ হাসিনা। অবসর সময়ে গণভবনের লেকে মাছও ধরেন তিনি।

সূত্র: বাংলা নিউজ২৪।

Related Articles

Back to top button