দৈনিক খবর

ভালোবাসার প্রতিদান দিতে বাংলাদেশের কাছে চেয়েছে ১১০ কোটি টাকা,লজ্জা কার পাওয়া উচিত:প্রধানমন্ত্রীর প্রেস সচিব

আর্জেন্টিনা ফুটবল টীম এবার জিতেছে বিশ্বকাপ। আর সেই উন্মাদনায় মেতে উঠেছিল বাংলাদেশের প্রতিটা আর্জেন্টাইন ফুটবল সমর্থকরা। আর এই ভালোবাসার প্রতিদান দিতেই বাংলাদেশে আসার কথা ছিল বিশ্বসেরা এই দলটির। কিন্তু এর মধ্যে বাঁধ সেধেছে টাকা। আর সেই বিষয় নিয়েই এবার একটি স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব আশরাফুল আলম খোকন। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখেন তুলে ধরা হলো হুবহু:

আর্জেন্টিনা এবং মেসিদের,দেশের মানুষ যে ভালোবাসা দেখিয়েছে তা পৃথিবীর কোনো দেশ, হাজার কোটি টাকা দিয়েও কিনতে পারবেনা।

৩৬ বছরের ব্যর্থতায়ও তাদের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা এক বিন্দুও কমেনি,বরং জ্যামেতিক হারে বেড়েছে।

সেই ভালোবাসার প্রতিদান দিতে আসবে আর্জেন্টিনা, বিনিময়ে বাংলাদেশের কাছে চেয়ে চেয়েছে ১১০ কোটি টাকা। লজ্জা কার পাওয়া উচিত বুঝতেছিনা।

এতেও বাফুফে খুব গর্ব বোধ করছেন।এতো গর্বিত না হয়ে বাফুফের উচিত দেশের ফুটবলকে ক্রিকেটের পর্যায়ে নিয়ে যাওয়া।যাতে বিশ্ব চ্যাম্পিয়নরা এখানে স্ব-ইচ্ছায় খেলতে আসে।

প্রসঙ্গত, এ দিকে বাংলাদেশের সব ফুটবল প্রেমীরা হয়েছে বেশ হতাশ। বাফুফে একটা সময়ে আশা দিলেও এখন হয়তো আর সেই আশা হবে না পূরণ। এ নিয়ে আর্জেন্টিনা থেকেও জানানো হয়নি কিছুই।

Related Articles

Back to top button