Countrywideদৈনিক খবর

ইভিএম বাতিলের আন্দোলনের পর এবার সুর পাল্টালো জাপা চেয়ারম্যান

ইভিএম বাতিল করার জন্য বিএনপিসহ বিরোধী দলীয় নেতারা আন্দোলন করে আসছিলেন দেশ জুড়ে। অত:পর নির্বাচন কমিশন ৩০০ আসনে ব্যালেট নির্বাচন করার ঘোষণা দেন। তবে এবার ব্যালেট ভোট নিয়েও দ্বিধায় আছেন জাপা চেয়ারম্যান জিএম কাদের।

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) ৩০০ আসনে ব্যালেট নির্বাচন করার ঘোষণা দিয়েছে। এটা আমাদের দাবি ছিল। ব্যালটের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দেয় না, এটি সুষ্ঠু নির্বাচনের দিকে একটি পদক্ষেপ মাত্র।

সোমবার (৩ এপ্রিল) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে জাপা পার্টি ঢাকা মহানগর উত্তরের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, এ পর্যন্ত যারা নির্বাচন পরিচালনা করেছেন তারা বলেছেন, নির্বাচন সুষ্ঠু হবে কি হবে না সেটা সরকারের ওপর নির্ভর করছে। কে নির্বাচিত হবে তাও সরকার নির্ধারণ করে। এটা সাধারণ মানুষের ধারণা। সরকার নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণে রেখে নির্বাচন পরিচালনা করছে। কোনো সরকার নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারে এমন সরকার নির্বাচন করলে তাকে কখনো পরাজিত করা যায় না।

জাপা প্রতিটি নির্বাচনে অংশ নিচ্ছে জানিয়ে জিএম কাদের বলেন, আমরা সিটি করপোরেশনে অংশগ্রহণ করব। নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা সাধারণ মানুষও জানতে পারবে। নির্বাচন একতরফা হলে বোঝা যাবে না নির্বাচন সুষ্ঠু হবে কি না। আবার সরকার বলতে পারে বিরোধী দল নির্বাচনে আসেনি। তাই প্রতিটি নির্বাচনে আমরা বিজয়ী হয়ে নির্বাচন করছি।

উল্লেখ্য, ইভিএমে ভোট গ্রহনের সিন্ধান্ত বদলানোর দুটি কারণ জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, একদিকে ইভিএম ক্রয় করার জন্য পর্যাপ্ত বাজেট না থাকা। আরএকটি হলো, বিরোধী দলগুলোর ইভিএম বাতিলের আন্দলোন। 

Related Articles

Back to top button