দৈনিক খবর

গরু চু’রি মামলায় তিন বছর সা’জা এড়াতে পালিয়ে ছিলেন ১০ বছর

ময়মনসিংহে গরু চুরির মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আব্দুল কাদিরকে (৫০) কারাগারে পাঠিয়েছে আদালত। আব্দুল কাদির ৩ বছর সাজা এড়াতে ১০ বছর পালিয়েছিলেন।

আসামী আব্দুল কাদির জেলার নান্দাইল উপজেলা খারুয়া ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃ’ত হযরত আলীর ছেলে। শনিবার (২৮ জানুয়ারি) বিকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক মাহবুবা আক্তার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শুক্রবার (২৭ জানুয়ারী) দ্বিবাগত রাতে গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকার আমবাগ থেকে গ্রেফতার করা হয়। নান্দাইল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০১৩ সালে আব্দুল কাদিরকে আসামী করে নান্দাইল থানায় গরু চুরির মামলা হয়। ওই মামলায় গ্রেফতারের পর সে জামিনে বের হয়ে দেশের বিভিন্ন জায়গায় পলাতক ছিল। এমতাবস্থায় তার অনুপস্থিতিতে আদালত আব্দুল কাদিরকে তিন বছরের সাজা ও ৩ হাজার টাকা জরিমানা করে আদালত।

তবে, আব্দুল কাদির পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত। পরে অভিযান চালিয়ে আব্দুল কাদিরকে গ্রেফতার করে পুলিশ।

Related Articles

Back to top button