দৈনিক খবর

বাথরুমে সিগারেট ধরাতে গিয়ে অগ্নিকান্ড, হাসপাতালে ভর্তি বাংলার জনপ্রিয় অভিনেত্রী

সম্প্রতি ঢাকা রাজধানীর মিরপুরে শুটিং চলাকালীন ভয়াবহ বিস্ফোরণে গুরুতর আহত হন বাংলার ছোট পর্দার ব্যাপক জনপ্রিয় অভিনেত্রী শারমিন আঁখি। তার শরীরের প্রায় ৩৫ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছে চিকিৎসক। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটাই আশঙ্কাজনক।

এই মুহর্তে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছন তিন। পুলিশ বলছে, বাথরুমে সিগারেট জ্বালানোর সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়।

রোববার (২৯ জানুয়ারি) বিকেলে বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ড. সামন্ত লাল সেন জানান, দগ্ধ অভিনেত্রীর শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। তার শ্বাসনালীতে পোড়া হয়েছে। বর্তমানে তিনি এইচডিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

এদিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, গত শনিবার (২৮ জানুয়ারি) রাতে শুটিং চলাকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে, বাথরুমে সিগারেট জ্বালানোর সঙ্গে সঙ্গে তিনি দগ্ধ হন। বর্তমানে তিনি বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। বিষয়টি আরও তদন্ত করা হচ্ছে।

তবে এ ঘটনার আলোকে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাবুদ্দিনের সঙ্গে কথা হলে তিনি সংবাদ মাধ্যমে জানান, মিরপুরে অগ্নিকাণ্ডের কেন ঘটনার খবর তিনি পাননি।

Related Articles

Back to top button