দৈনিক খবর

‘তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে, বিএনপি ৯৫ শতাংশ আসন পাবে’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির নেতাকর্মীরা বর্তমান সরকারকে ক্ষমতা থেকে নামাতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে এমনটাই বলছে। অন্যদিকে বিএনপি’র পক্ষ থেকে বলা হচ্ছে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এ বিষয় নিয়ে এবার মণ্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি ৯৫ শতাংশ আসন পাবে বলে দাবি করেছেন মির্জা আব্বাস। বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হয়েছিল, সেই অনুযায়ী এবারের নির্বাচনেরও ব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে বলে সংবিধানে বলা নেই।

আমরা বলতে চাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। কারণ, তত্ত্বাবধায়ক সরকার এই সংবিধানেই ছিল।
তিনি বলেন, জামায়াত ও আওয়ামী লীগের দাবিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার, কার দাবি ছিল? জামায়াত ও আওয়ামী লীগের।

বিএনপির এই নেতা বলেন, খালেদা জিয়াকে আজ স্মরণ করতে হয়। কারণ, তিনি দেশকে ভালোবাসেন। গো”লাগু’/লি, খু’নাখু’/নি করে করেও ক্ষমতায় থাকতে পারতেন। কিন্তু, তিনি তা করেননি। তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের সঙ্গে যুক্ত। তিনি নির্বাচন দিয়েছেন, ওই নির্বাচনে আপনারা (আওয়ামী লীগ) পাস করেছেন। এরপর আপনারা ক্ষমতায় এসে সেই সংবিধান কাটাছেঁড়া করে বারোটা বাজিয়েছেন। এখন সেখান থেকে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয়েছে। তিনি যোগ করে বলেন- সংবিধানের বাইরে নির্বাচনের কোনো শর্ত নেই।

সরকারের উদ্দেশে আব্বাস বলেন, আমরাও বলতে চাই সংবিধানের বাইরে যেতে চাই না। আমরা চাই যে, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই সংবিধানই আপনারা করবেন। যে সংবিধান আছে সেটা সংবিধান নয়। যে সংবিধানের অধীনে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে চলমান বছরের শেষ দিকে অর্থাৎ ডিসেম্বরে কিংবা ২০২৪ সালের শুরুতে অর্থ জানুয়ারিতে, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, নির্বাচনে যাওয়ার জন্য বিএনপি তলে তলে কাজ করে চলেছে।

Related Articles

Back to top button