দৈনিক খবর

মোস্তাফিজের রেকর্ড ভেঙ্গে নাসিম শাহর বিশ্বরেকর্ড

এবার পাকিস্তানের সাবেক পেসার ওয়াকার নিজের অভিষেকের প্রথম ৫ ম্যাচে টানা তিনবার ৫ উইকেট নিয়ে অনন্য এক বিশ্বরেকর্ড গড়েছিলেন। যেখানে তিনিই এখন পর্যন্ত একা। ওয়াকারের পাশে বসার সুযোগ ছিল নাসিমের সামনে। তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তিনি থামেন ৩ উইকেট নিয়ে। এতে করে আর ওয়াকারের পাশে বসা হয়নি তার।

এদিকে ওয়ানডে অভিষেকের পর এখন পর্যন্ত নাসিম ৫টি ম্যাচ খেলেছেন। যেখানে তার উইকেট সংখ্যা ১৮টি। যা ওয়ানডেতে অভিষেকের পর প্রথম ৫ ম্যাচের সর্বোচ্চ উইকেটের সংগ্রহের রেকর্ড। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন সাবেক অজি পেসার রায়ান হ্যারিসের। নিজের প্রথম ৫ ম্যাচে তার উইকেটসংখ্যা ছিলো ১৭টি। এছাড়া টাইগার পেসার মোস্তাফিজুর রহমান তুলেছিলেন ১৬ উইকেট।

নাসিম শাহর ওয়ানডে অভিষেক হয়েছিল গত বছর নেদারল্যান্ডসের বিপক্ষে। ৩ ম্যাচের সেই সিরিজে তিনি তুরে নেন ১০ উইকেট। তার মধ্যে তৃতীয় ম্যাচে নিয়েছিল পাঁচ উইকেট। এরপর নিজের দ্বিতীয় ওয়ানডে সিরিজটি খেলেন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে। সিরিজের ১ম ম্যাচে পুনরায় ফাইফার তুলে নেন তরুণ এ পাক পেসার। গতকাল দ্বিতীয় ওয়ানডেতে তুলে নেন ৩ উইকেট।

এতে করে ক্যারিয়ারের প্রথম ৫ ম্যাচে শেষে নাসিমের উইকেটসংখ্যা দাঁড়ায় ১৮। যা নতুন এক বিশ্বরেকর্ড। আরও একটি মজার তথ্য, তিনি নিজের খেলা ৫ ওয়ানডের মধ্যে ৪ ওয়ানডেতেই ১ম ওভারে উইকেট নিয়েছেন আর বাকি আরেক ওয়ানডেতে নিজের ২য় ওভারে উইকেট নিয়েছেন। নতুন বলে নাসিম শাহ যে কতটা ভয়ংকর, তা এই তথ্য থেকে পরিস্কার বুঝা যায়।

এদিকে নাসিম ওয়ানডে ক্রিকেটে পা রাখার পর থেকে এই সংস্করণে নাসিমের চেয়ে বেশি উইকেট নিয়েছেন শুধু অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা। তিনি ৯ ম্যাচ থেকে ২৪ উইকেট লাভ করেন। কিউই পেসার ট্রেন্ট বোল্টও নিয়েছেন নাসিমের সমান ১৮ উইকেট, তবে তিনি নাসিমের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছেন।

Related Articles

Back to top button