খেলাধুলাদৈনিক খবর

লিটনকে দেখলে মনে হয় ব্যাটিং করাটা খুবই সহজ: পল স্টার্লিং

এবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দারুণ শুরু করেছিলেন লিটন। যদিও সেটার পূর্ণতা দিতে পারেননি তিনি। তবে দ্বিতীয় ম্যাচে দারুণ সব শটে ৪১ বলে ৮৩ রানের ইনিংস খেলেছেন লিটন। আয়ারল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন এই ব্যাটার। বিশ্বকাপের উদাহরণ দিয়ে স্টার্লিং জানিয়েছেন, লিটনের ব্যাটিং দেখা চোখের জন্য প্রশান্তি।

আজ সংবাদ সম্মেলনে স্টার্লিং বলেন, ‘সে (লিটন দাস) দারুণ একজন ক্রিকেটার। আপনি জানেন সে কতটা ভালো। আমরা বিশ্বকাপেও এমন বেশ কয়েকটি ইনিংস দেখেছি। তাকে দেখলে মনে হয় ব্যাটিং করাটা খুবই সহজ। তার ব্যাটিং দেখাটা চোখের প্রশান্তি। আর কিছু বলতে চাই না।’

এদিকে পুরো সিরিজ জুড়েই ছন্নছড়া ছিলেন আয়ারল্যান্ডের বোলাররা। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে, কোথাও বাংলাদেশের ব্যাটারদের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেননি মার্ক অ্যাডায়ার-গ্রাহাম হিউমরা। সফরকারী বোলাররা মানসিকভাব খানিকটা পিছিয়ে পড়েছে কিনা, এমন প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিল আয়ারল্যান্ডের অধিনায়কের কাছে।

এই প্রশ্নের জবাবে স্টার্লিং বলেন, ‘এটা ভালো প্রশ্ন করেছেন। আমি আসলে এমন কিছু দেখছি না। আমার কাছে মনে হয় তাদের (বোলাররা) সামর্থ্য আছে এবং তারা উন্নতি করতে চায়। আমাদের আসলে এমন কঠিন উইকেট নেয়ার পথ খুঁজে বের করতে হবে। সবাই সেই চেষ্টা করছে। আপনি যদি ম্যাচের আগে আমাদের খেয়াল করেন তাহলে আমরা সবাই খুব আশাবাদী ছিলাম। কয়েক ওভার ফিল্ডিং করার পর মনে হয় আমরা হাঁপিয়ে যাই। আমাদের এটা থেকে বেরিয়ে আসতে হবে।’

Related Articles

Back to top button