দৈনিক খবর

ভারতের চিড়িয়াখানা থেকে প্রেমিকের সাথে বাংলাদেশে কুয়েতের মহিলা, অতঃপর!

ভাইয়ের সঙ্গে কলকাতায় এসেছিলেন কুয়েতের এক মহিলা। কলকাতায় এসে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান বাংলাদেশে। পুলিশের তৎপরতায় বাংলাদেশ থেকে কুয়েতে মহিলাকে উদ্ধার করে আনা হয়। মেয়েকে ফিরে পাওয়ার পর কলকাতা পুলিশকে প্রশংসা করে চিঠি পাঠাল কুয়েত দূতাবাস।

কুয়েতের আলহামদি শহরের ৩১ বছরের এক মহিলা ভাইয়ের চিকিৎসা করাতে গত জানুয়ারিতে কলকাতায় এসেছিলেন। ২৭ জানুয়ারি ভাইয়ের সঙ্গে ভিক্টোরিয়া ঘুরে চিড়িয়াখানা ঘুরতে যান। চিড়িয়াখানা থেকে হঠাৎ উধাও হয়ে যায় বোন।

আলিপুর থানায় অভিযোগ দায়ের করেন ভাই। তদন্তে নেমে পুলিশ আলিপুর চিড়িয়াখানার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন চিড়িয়াখানা থেকে এক যুবকের সঙ্গে ওই মহিলা ট‌্যাক্সিতে ওঠেন।

এরপর নিউ মার্কেট এলাকার সিসিটিভি ফুটেজে একটি হোটেলে ওই মহিলা ও পুরুষকে দেখা যায়। কিন্তু পুলিশ যখন হোটেলে পৌঁছায় তখন তাঁরা সেখানে ছিল না। পুলিশ জানিয়েছে, হোটেলে জমা দেওয়া ওই ব‌্যক্তির পাসপোর্টের কপি থেকে নাম ও ঠিকানা জানা যায়। ওই ব‌্যক্তি বাংলাদেশের।

কুয়েতের মহিলা ওই ব‌্যক্তির সঙ্গে বাংলাদেশে চলে যান। এরপরই বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে মহিলাকে উদ্ধার করে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, ওই বাংলাদেশি ব‌্যক্তি কুয়েতের ওই পরিবারে গাড়ি চালক ছিলেন। মহিলা বিবাহিত ও তার সন্তান রয়েছে।

সুত্রঃ সংবাদ প্রতিদিন

Related Articles

Back to top button