দৈনিক খবর

`প্রতিজ্ঞা অনুযায়ী সম্মানের সঙ্গে হিরো আলমকে গাড়িটি তুলে দিতে পেরে আমি খুশি’

নানা আলোচনা-সমালোচনার মাঝেই মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) হিরো আলমকে গাড়ি উপহার দিয়েছেন শিক্ষক এম মুখলিছুর রহমান। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের হাজি আবদুল জব্বার জিএল একাডেমি অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক তিনি। সমালোচকরা বলছেন, প্রচার পেতে গাড়ি উপহার দিয়েছেন শিক্ষক মুখলিছুর। আর এতেই কষ্ট পেয়েছেন তিনি।

মঙ্গলবার দুপুর ২টার দিকে হিরো আলমকে উপহার হিসেবে গাড়ি তুলে দেন শিক্ষক এম মুখলিছুর রহমান। এর পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি প্রতিজ্ঞা করেছিলাম— নির্বাচনে হিরো আলম জয়ী হন বা না হন পর দিন তাকে আমার গাড়ি উপহার হিসেবে দিয়ে দেবো। কিন্তু বিষয়টি নিয়ে কিছু স্বার্থান্বেষী মহল সমালোচনা করেছেন আমার। এতে কিছুটা কষ্ট পেয়েছি আমি।

ওই শিক্ষক আরও বলেন, সিলেটবাসীর সম্মান ক্ষুণ্ন করতে চাইনি আমি। এ কারণে প্রতিজ্ঞা অনুযায়ী সম্মানের সঙ্গে হিরো আলমকে গাড়িটি তুলে দিতে পেরে খুশি আমি। এর আগে এদিন দুপুর ২টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে শিক্ষক মুখলিছুর রহমানের বাড়ি পৌঁছান হিরো আলম। সেখানে খাওয়া-দাওয়া ও আনুষ্ঠানিকতা শেষে তাকে নিজের ব্যবহৃত ৬ লাখ টাকা মূল্যের নোহা মাইক্রোবাস গাড়ির চাবি বুঝিয়ে দেন শিক্ষক।

প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি ফেসবুক লাইভে হিরো আলমকে নিজের ব্যবহৃত নোহা মাইক্রোবাসটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন শিক্ষক মুখলিছুর রহমান।

Related Articles

Back to top button